serWr দ্বিতীয় সৰ্গ। প্রতিষ্ঠিত আছে; ধনৰান দরিদ্রের উপর ও বলবানু দুৰ্ব্বলের উপর অত্যাচার করিতে পারে না । বালকদিগের বিদ্যাভ্যাসের রীতি কি উত্তম । তাহারা বশ্যতা, পরিশ্রম, সদাচার ও বিদ্যানুরাগ নিত্য অভ্যাস করিয়া থাকে । পিতা মাতারা ধৰ্ম্মনিষ্ঠা, নিঃস্বাৰ্থ লোকহিতৈষিতা, সম্মানাকাঙক্ষা, অকপট ব্যবহার ও দেবভক্তি এই সমস্ত গুণের বীজ শৈশৰকালাৰধি স্বীয় স্বীয় সন্তানদিগের অন্তঃকরণে রোপণ করিতে আরম্ভ করেন । এই মঙ্গলকর নিয়মাবলী অনুধ্যান করিতে করিতে তঁাহার অন্তঃকরণ আনন্দে পরিপূর্ণ হইয়া আমিল। তখন তিনি কহিতে লাগিলেন, ষে রাজা এইৰূপ জুনিয়মে রাজ্যশাসন ও প্ৰজাপালন করেন, তঁাহার প্রজারাই যথার্থ সুখী ; কিন্তু যে ধৰ্ম্মপরায়ণ রাজার দয়া দাক্ষিণ্যগুণে অসংখ্য লোকের সুখ সংৰর্কিত হয়, এবং ধৰ্ম্মপ্রবৃত্তির প্ৰবলতা নিৰন্ধন যাঁহায় হৃদয়ৰুন্দর নিরন্তর অনির্বাচনীয় আনন্দরসে উচ্ছলিত থাকে, তিনি তাহাদিগের অপেক্ষা অধিক সুখী । তঁাহাকে দুরাচার নরপতিদিগের ন্যায়। ভয় দেখাইয়া প্ৰজাদিগকে বশীভুত রাখিতে হয় না, প্ৰজারা নিজেই তঁাহার রমণীয় গুণগ্রামে মুগ্ধ ও প্রীত হইয়া বাঁশীভূত থাকে এবং তদীয় আজ্ঞা প্ৰতিপালন করিয়া আত্মাকে চরিতার্থ বোধ করে । তিনি প্ৰজাগণের হৃদয়রাজ্যে অ্যাধিপত্য করেন। প্ৰজারা ভঁাহাকে এৰূপ স্নেহ ও ভক্তি করে। cब, डांशांत्रिप्शन उौन आंकडटकन अडिशांश कज़ा छूटन থাকুক, তাহারা ভঁাহার মৰ্ত্ত্যতা চিন্তা করিয়া সাতিশয় কাতর হয় এবং যদি আপনি আপনি জীবন দিলে রাজা চিরজীৰী হইতে পারেন তাহাতেও পরামুখ হয় না। Şტ
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।