পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.8 টেলিমেকিস। আমি তদগত চিত্তে মেন্টরের এই বচনপ্ৰবন্ধ শ্রবণ করিতে লাগিলাম ; শ্রবণ করিতে করিতে আমার অন্তঃকরণ সাহসে ও উৎসাহে পরিপুর্ণ হইয়া উঠিল। আমরা শোভাসমৃদ্ধিসম্পন্ন সুবিখ্যাত মেক্ষিস নগরে উত্তীর্ণ হইবামাত্র, তথাকার শাসনকৰ্ত্ত আমাদিগকে ধীবাস নগরে এই অভিপ্ৰায়ে প্রেরণ করিলেন যে, রাজা সিসষ্টিস টায়রীয়দিগের উপর যৎপরোনাস্তি কুপিত ছিলেন, অতএব স্বয়ং প্রশ্ন করিয়া পরীক্ষা করিয়া দেখিবেন আমরা যথার্থ টায়রানিবাসী কি না । তদনন্তর আমরা নীলনদ দ্বারা শতদ্বারশোভিত। সুপ্ৰসিদ্ধ ধীৰস নগর যাত্ৰা করিলাম। তথায় ঐ পরাক্রান্ত নরপতি বাস করিতেন। আমরা দেখিলাম, খ্ৰীবস নগর অতি বিস্তৃত ও অতি সমৃদ্ধ, গ্ৰীসন্দেশীয় নগর সমুহ অপেক্ষা সমধিকশোভা সম্পন্ন। রাজপথ সকল সুবিস্তুত ; মধ্যে মধ্যে নিপান ও জলনালী সকল নিৰ্ম্মিত আছে। এই নিয়ম দ্বারা প্ৰজাগণের যে উপকার ও কৃষিকাৰ্য্যের যেৰূপ সুবিধা তাহা DTLDBDBD S SBD BD DBDBDDB BBSsLuDBSYYS DBDDB L BBDD DBD BYY ELDDD DBDBBBDBS SDDS ভবন একটি নগরীর ন্যায় বিস্তুত এবং স্বর্ণ, রজত ও শিলাময় নানাবিধ অলঙ্কারে বিভূষিত। রাজা সিসষ্টিস প্রতিদিন নিৰূপিত সময়ে স্বয়ং প্রজাদিগের অভিযোগ ও রাজ্যসংক্রান্ত যাবতীয় সংবাদ শ্রবণ করিতেন, দর্শনার্থী বা বিচার প্রার্থী কাহাকেও অবজ্ঞা বা প্ৰত্যাখ্যান করিতেন না । তিনি প্ৰজাগণকে অপত্যনির্বির্ণ LaSDB BY BBDJY LES S DBLL BDDDS SBDD DDuS দিগের হিতের নিমিত্তই জগদীশ্বর ভঁাহাকে রাজপদে