পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সৰ্গ। 8ካ তাহারা ইন্দ্ৰিয়সুখপরতন্ত্র রাজার পরিতোষার্থে তাহাতে অনায়ায়ে প্ৰবৃত্ত হইতে না পারে। হায়! যে ব্যক্তিকে অনুক্ষণ ঈদৃশ কুপথগামী পাপমতিদিগের হস্তগত হইয়া থাকিতে হয়, সে কি হতভাগ্য ! সত্যে প্ৰীতি ও চাট, বাদে বিয়ক্তি না জন্মিলে নিঃসন্দেহ তাহার বিনাশ হয় । দুঃখের সময় আমি এই সমস্ত চিন্তা করিতে লাগিলাম এবং মেন্টর আমাকে যাহা যাহা কহিয়াছিলেন তাহাও আমার অন্তঃকরণে আন্দোলিত হইতে লাগিল। আমি এইৰূপ চিন্তায় মগ্ন আছি, এমন সময়ে মিটফিস্ ভঁাহার শুখ্য গো মেষাদি পশু চারণ নিমিত্ত আমাকে অন্যান্য দাসগণের সহিত অরণ্যমধ্যবৰ্ত্তী পৰ্ব্বতে প্রেরণ করিলেন। এই স্থলে কালিপেস টেলিমেকসের কথা ভঙ্গ করিয়া জিজ্ঞাসা করিলেন, টেলিমেকস ! তুমি সিসিলিতে দাসত্ব অপেক্ষা মৃত্যু শ্রেয়স্কর বিবেচনা করিয়াছিলে, মিসর দেশে কেন অনায়াসে দাসত্বস্বীকারে সম্মত হইলে ? টেলিমেকিস। কহিলেন, এই সময়ে আমি এমন বিষম দুঃখে পড়িয়াছিলাম যে, আমার বুদ্ধিলোপ হইয়া গিয়াছিল ; স্বতেরাৎ BDBBD DuDBuSDD DC DDBDB gD uBD DBBD BDBBB বিবেচনা করিবার শক্তি ছিল না ; নতুবা, বোধ হয়, তৎBBBDB BDBB BLL DBD DBDBDBSBDBDDD DBDDBDDDDBDB সম্মত হাইতাম না। যাহা হউক, দাসত্ব অনিবাৰ্য্য হইয়া আমার স্কন্ধে পড়িল এবং দুৰ্দশার শেষ দশা উপস্থিত হইল। প্ৰীতি দায়িনী আশালতাও আমাকে ছায়াদানে পরামুখ হইয়া উঠিল। দেখিলাম, দাসত্বভঙ্গনের আর কোন উপায়ই নাই। এই সময়েই ইথিওপিয়ানিবাসী লোক মেন্ট