tR টেলিমেকিস। আমি ভঁহার সহিত কথোপকথন করিতে লাগিলাম । তিনি অতি অদ্ভুত ব্যক্তি ; অতীত বিষয় সকল এৰূপে বৰ্ণনা করিাতেন যে, বৰ্ত্তমানবৎ প্রতীয়মান হইত এবং এৰূপ সংক্ষেপে কহিতেন যে, শুনিয়া বিরক্তিবোধ হইত না । তঁহার এই এক অন্তত ক্ষমতা ছিল যে, ভাবিঘটনা সকল জানিতে পারিতেন ; মানবগণের স্বভাব ও চরিত্র এবং কোন ব্যক্তি কিৰূপ কাৰ্য্য করিতে পারিবেক তাহা তিনি জ্ঞানচক্ষু , দ্বারা দেখিতে পাইতেন । এই অসাধারণ বুদ্ধিশক্তিসম্পন্ন ব্যক্তি বৃদ্ধাবস্থাতেও যুবকদিগের অপেক্ষ। অমায়িক ও প্রফুলচিত্ত ছিলেন। যুবকদিগকে সুশীল ও ধৰ্ম্মপরায়ণ দেখিলে তিনি তাহাদিগের প্রতি সাতিশয় বাৎসল্য প্ৰদৰ্শন করিতেন। অতি ত্বরায় তিনি “আমাকে স্নেহ করিতে লাগিলেন এবং মনের উৎকণ্ঠ নিবারণের নিমিত্ত আমাকে কতকগুলি পুস্তক পাঠ করিতে দিলেন। তিনি আমাকে পুত্ৰ বলিয়া সম্বোধন করিতেন, আমিও তঁাহাকে পিতা বলিয়া আহবান করিতাম এবং বলিতাম, পিতঃ ! দেবতারা মেন্টরকে আমার নিকট হইতে হরণ করিয়াছেন, কিন্তু পরিশেষে তঁাহাদের অনুকম্পার উদয় হওয়াতে আমি আপনাকে পাইয়াছি । ফলতঃ, তিনি যে দেবানুগৃহীত ব্যক্তি তাহার সন্দেহ নাই। তিনি স্বরচিত, এবং বাগেদিবীর অনুগৃহীত অন্যান্য ব্যক্তিদিগের সঙ্কলিত শ্লোক সকল আমার নিকট সৰ্ব্বদা পাঠ করিতেন। যখন তিনি শুভ্ৰ পরিচ্ছদ পরিধান করিয়া বীণা বাদন করিতেন, বনের পশুও মোহিত হইয়া ভঁাহার সম্মুখে স্তব্ধ হইয়া থাকিত । টার্মসিরিস আমাকে সৰ্ব্বদা সাহস দিতেন এবং বলি
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।