68 টেলিমেকিস । উলাসে বনমালায় বিভূষিত হইয়া দেবাৰ্চনাযোগ্য পুষ্পভার মন্তকে করিয়া নৃত্য করিতে করিতে আগমন করিত। পুজা সমাপিত হইলে আমরা স্বহস্তে বন্য ফল মূল আহরণ ও স্বীয় অজা ও মেষদিগের দুগ্ধ দোহন করিয়া পরম আনন্দে আহারাদি করিতাম । সেই সময়ে শম্প আমাদিগের বসিবার আসন হইত ; তরুগণ সুখসেব্য ছায়া দ্বারা অট্টালিকার কাৰ্য্য সম্পাদনা করিত। এই ৰূপে ক্ৰমে ক্ৰমে আমি রাখালীদিগের অত্যন্ত প্রিয় q DBBDu DBDD YDDSDiBD gBBD SDBBB DDD জ্বারা তাহাদিগের মধ্যে আমার অত্যন্ত খ্যাতি ও প্ৰতিপত্তি হইয়া উঠিল । এক দিন এক ক্ষুধাৰ্ত্ত সিংহ আমার পশুযুথ আক্রমণ করিলী । যষ্টি ব্যতিরেকে আমার হন্তে আর কোন অন্ত্র ছিল না, তথাপি আমি নিৰ্ভয়ে তাহার অভিমুখে ধাবমান হইলাম। আমাকে দেখিবা মাত্র রোষাবেশে তাহার কেশর সকল দণ্ডায়মান হইল, বিকটাকার দন্ত BBD DiBDLDDLD DBDBBBDBD DBBDSDDB BBBD DBBBSDDi বিবর শুষ্ক ও রক্তবর্ণ হইয়া উঠিল, নয়নদ্বয় প্ৰজ্বলিত হুতাশনিবৎ প্ৰদীপ্ত হইল । তাহার আক্রমণ প্ৰতীক্ষা না করি, शाई अभि उाशन ७॰एन श्रज़ियांभ ७ उांशटक जूडप्ल ফেলিলাম । মিসরদেশীয় রাখালের ন্যায় আমার অঙ্গে বৰ্ম্ম ছিল, সেই হেতু সিংহের খরনখরপ্ৰহারেও আমার শরীরে কোন আঘাত লাগিল না। তিন বার আমি তাহাকে ভূতলে ফেলিলাম, তিন বারই সে আমার উপর আক্রমণ করিলা । আক্রমণকালে এমন ভয়ানক গর্জন করিতে লাগিল ষে, সমস্ত অরণ্য প্ৰতিধ্বনিত হইয়া উঠিল। পরিশেষে নানা
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।