পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No 2, . টেলিমেকিস। উহাদিগের দুঃখের ও জীবনের পাৰ্য্যবসান হইবে, অথবা উহার নির্বিঘ্নে স্বদেশে প্ৰতি গমন করিবেক । কিন্তু হায় ? জগদীশ্বর আমাকে উভয় বিষয়েই বঞ্চিত করিয়াছেন। এই ৰূপে আমি বৃথা বিলাপে কাল হরণ করিতেছিল। এমন সময়ে এক দিবস বহুসংখ্যক অর্ণবপোত আমার নয়নগোচর হইল। কিয়াৎ ক্ষণ মধ্যেই পোতসমূহে সমুদ্র আচ্ছাদিত হইল এবং অসংখ্যক্ষেপণীক্ষেপণে সাগরবারি ফেনিল হইয়া উঠিল। চতুর্দিকে কোলাহল শুনিতে লাগিলাম। উপকুলে দেখিলাম, কতিপয় মিসরনিবাসী লোক ভীত হইয়া। সত্বর অস্ত্ৰ শস্ত্র ধারণ পুর্বক সঙ্গীভূত হইতেছে, কতকগুলি লোক উৎক্ষ্মীক চিত্তে সমাগত সাৎযাত্রিক সৈন্যের প্রতীক্ষা করিতেছে। আমি ইতিপূৰ্ব্বে নাবিকবিদ্যাসংক্রান্ত অনেক বিষয় অবগত হইয়াছিলাম, এজন্য ত্বরায় চিনিতে পারিলাম যে, উপস্থিত পোতসমূহের মধ্যে কতকগুলি ফিনীসিয়াদেশীয় ও কতকগুলি সাইপ্রসন্ধীপ হইতে আগত। সিমষ্ট্রিসের মৃত্যুর পর মিসরবাসীদিগের মধ্যে দুই দল হুইয়াছিল, এক দল রাজপক্ষ, অপর দল তদ্বিপক্ষ । আমি অনায়াসেই বুঝিতে পারিলাম যে, যুবরাজের অবিবেকিতা ও অত্যাচার সহ্য করিতে না পারিয়া, প্ৰজাগণ র্তাহার বিপক্ষে অভু্যুথান করিয়াছে ও ঘরে ঘরে বিবাদ উপস্থিত হইয়াছে। ক্ষণ কাল পরেই আমি কারাগারের উপরিভাগ হইতে দেখিতে পাইলাম, উভয় পক্ষ সংগ্রামসাগরে অবগাহন করিয়াছে। যুবরাজ সৈন্য সামন্ত সমভিব্যাহারে করিয়া সমরে আসিয়াছিলেন । বিপক্ষগণ বিদেশীয় সৈন্য লইয়া রাজসৈন্য আক্ৰমণ করিল। যুবরাজ দেবসেনাপতির ন্যায়,