এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দ্বিতীয় সর্গ। V • নিমিত্তই যেন ঈষৎ ব্যাদান করা রহিয়াছে এবং জীবনপগমেও যেন সেই স্বাভাবিক গৰ্ব্ব ও ভীষণত মুখমণ্ডলে ব্যক্ত হইতেছে । যদি কখন দেবতারা আমাকে সিংহাসনে অধিৰূঢ় করেন, এই ভয়ানক দৃষ্টান্ত দর্শনের পর আমি ইহা কখনই বিস্মৃত হইব না যে, যে রাজা যত বিবেচনা পূর্বক চলিবেন, তিনি সেই পরিমাণে রাজ্যশাসনযোগ্য ও স্বাধী হইবেন । হায়! যে ব্যক্তি, মানবগণের সুখ সমৃদ্ধি সংবৰ্দ্ধনের নিমিত্ত ভুপতিপদে অধিৰূঢ় হইয়া, অসংখ্য প্ৰজাগণের ক্লেশকরা হইয়া উঠে, তাহা অপেক্ষা হতভাগ্য আর কে আছে! তাদৃশ রাজাকে সকলে পৃথিবীর মুৰ্ত্তিমান অমঙ্গল ও দৈবনিগ্ৰহ স্বৰূপ জ্ঞান করে।