তৃতীয় সর্গ। V( হীন হইয়া রাজপক্ষীয় সেনাগণকে অগত্যা বিপক্ষগণের বশবৰ্ত্তী হইতে হইল। টাৰ্মিউটিস নামে আর এক রাজকুমার অভিষিক্ত হইলেন। ফিনীসিয়া ও সাইপ্রসের সেনাগণ র্তাহার সহিত সন্ধিস্থাপন করিয়া ও সমুদায় ফিনীসীয় বন্দীদিগের কারাবাস বিমোচন করিয়া স্বদেশে প্ৰতিগমন করিল। আমিও ফিনীসীয় বোধে বন্দী হইয়াছিলাম, সুতরাং এক্ষণে মুক্ত হইয়া সেনাগণের সহিত পোতে আরোহণ করিলাম। এই ভাগ্যোদয় দর্শনে আমার BuDDDBDBDB BDDDDBDB KBBB uDDBBD DBB YD SS অনুকুল বায়ু বহিতে লাগিল, ক্ষেপণীক্ষেপণে সাগরবারি ফেনিল হইয়া উঠিল, নৌকাসমূহে সমুদ্র আচ্ছন্ন হইয়া গেল, ক্ৰমে ক্রমে মিসর দেশ দৃষ্টিপথাতীত হইল, পৰ্ব্বতগণ সমদেশবৎ বোধ হইতে লাগিল, জল ও আকাশ ব্যতিরেকে আর কিছুই দৃষ্টিগোচর হইতে লাগিল না। ঐ সময়ে দিবাকর উদিত হইতেছিলেন, বোধ হইতে লাগিল, তঁাহার উজ্জ্বল কিরণ সকল যেন সাগরগর্ভ হইতেই উথিত হইতেছে। তখন পৰ্য্যন্তও যে সকল পৰ্ব্বতশৃঙ্গ অস্পষ্ট লক্ষিত হইতেছিল, দিবাকরের কিরণংস্পর্শে তাহারা স্বৰ্ণময় বোধ হইতে লাগিল, এবং নভোমণ্ডলের নিৰ্ম্মলতা দেখিয়া, ঝড় তুফানের কোন সম্ভাবনা নাই বলিয়া স্পষ্ট প্রতীতি হইতে লাগিল। আমি ফিনীসীয় যোধে কারাবাস হইতে মুক্ত হইলাম বটে, কিন্তু পোতস্থিত ফিনীসীয়দিগের মধ্যে কেহই আমাকে চিনিত না। নার্বািল নামে এক ব্যক্তি আমা দের পোতাধ্যক্ষ ছিলেন ; তিনি আমার নাম ধাম জানিতে ଅଳ
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।