পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ኃህ” টেলিমেকিস । বয়সে রহস্যগোপনের অভ্যাসে কৃতকাৰ্য হইয়াছ, শুনিলে আমি অত্যন্ত আঙ্কলাদিত হইব । এই গুণকে সকলে বিজ্ঞাতার মূল বলিয়া স্বীকার করিয়া থাকেন ; এই গুণের অসম্ভাবে অন্যান্য গুণ নিস্ফল ও নিম্পূয়োজন হইয়া যায়। আমি কহিলাম, শুনিয়াছি, যখন পিতা ট্ৰয় নগরের অবরোধার্থ যাত্রা করেন, তিনি আমাকে ক্ৰোড়ে লইয়া আলিঙ্গন করিলেন ও সাতিশয় স্নেহপ্ৰকাশ পূর্বক বারংবার মুখচুম্বন করিয়া আমার চিবুকধারণ পুৰ্ব্বক কহিতে লাগিলেন, বৎস! যদি এক দিনের নিমিত্তেও ভূমি অধৰ্ম্ম পথে পদার্পণ করা, তাহা হইলে, আমি প্রার্থনা করিতেছি যে, তোমাকে পুনরায় না দেখিয়াই যেন আমার প্রাণবিয়োগ হয়, অথবা তুমি যেন শৈশব কালেই কালগ্ৰাসে পতিত হও ; তোমার শক্ৰগণ যেন তোমার জনক জননীর সন্নিধানেই তোমাকে হত্যা করে। পরে সন্নিহিত বান্ধবগণের দিকে দৃষ্টিপাত করিয়া কহিলেন, হে প্ৰিয় বান্ধবগণ ! আমি এই পরমপ্ৰেমাস্পদ পুত্ৰকে তোমাদিগের হস্তে ন্যস্ত করিলাম ; এ নিতান্ত শিশু, যাহাতে শৈশব কালে কুপ্রবৃত্তি কুসংস্কার প্রভৃতি দোষে লিপ্ত না হয়, তোমরা তদ্বিষয়ে বিশেষ মনোযোগ রাখিবে। যদি আমার প্রতি তোমাদের কিছু স্নেহ থাকে তাহা হইলে তোষামোদবাক্য কদাপি ইহার কর্ণকুহরে। প্রবিষ্ট হইতে দিবে না এবং যাবৎ ইহার চিত্তবৃত্তি অভিনব লতার ন্যায় কোমল থাকে, তাবৎ ইহাকে বক্র ভাব অবলম্বন করিতে না দিয়া সরলভাবাপন্ন করিবার নিমিত্ত নিয়ন্ত যত্ন পাইবে ; কিন্তু সর্বাপেক্ষা ইহাই বিশেষ লক্ষ্য করিয়া রাখিবে যে, এ ন্যায়পর, ধৰ্ম্মপরায়ণ, পরোপ