তৃতীয় সর্গ। VS কারক, অমায়িক ও রহস্যরক্ষক হইতে পারে। যে ব্যক্তি মিথ্যাকথনে সমর্থ, সে মানবনাম ধারণের অযোগ্য, আর যে ব্যক্তি রহস্যরক্ষণে অসমৰ্থ, সে রাজশব্দের অনুপযুক্ত। আমি নিতান্ত শিশু ছিলাম, এজন্য তৎকালে তঁাহার উপদেশবাক্যের তাৎপৰ্য্যগ্ৰহ করিতে পারি নাই ; কিন্তু আমি অত্যন্ত মেধাবী বলিয়া ঐ বাক্যগুলি এক মুহূৰ্ত্তের নিমিক্তও বিস্মৃত হই নাই ; তৎসমুদায় অনুক্ষণ আমার হৃদয়ে জাগাৰূক রহিয়াছে; বিশেষতঃ, পিতার বন্ধুগণ, তদীয় উপদেশবাক্য স্মরণ রাখিয়া, শৈশব কালেই আমাকে রহস্যরক্ষণের শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন । আমি তৎকালে নিতান্ত বালক ছিলাম বটে, কিন্তু রহস্যরক্ষণবিষয়ে অল্প কাল মধ্যেই এৰূপ বুৎপন্ন হইয়া উঠিলাম যে, ভঁাহারা জননীর পাণিগ্ৰহণাকাঙক্ষী দুষ্টমতি দুরাচারদিগের নিকট হইতে যে সমস্ত অত্যাচারের আশঙ্কা করিতেন, তৎসমুদায় তঁহারা নিঃশঙ্ক চিত্তে আমার নিকট নির্দেশ করিতেন । তদবধি তঁাহারা আমাকে অপরিণামদর্শী, হিতাহিতবিবেচনা শূন্য, রহস্যরক্ষণা ক্ষম বালক বোধ না করিয়া, বিবেচক, আচলমতি, বিশ্বাসভাজন জ্ঞান করিতেন। তঁহারা সর্বদা নির্জনে আমার সহিত পরামর্শ করিতেন, এবং বিবাহার্থীদিগকে নিষ্কাশিত করিবার নিমিত্ত যে সমস্ত উপায় উদ্ভাবন করিতেন, তাহা তঁাহারা আমার নিকট নিঃশঙ্ক চিত্তে ব্যক্তি করিতেন । আমার উপর তঁহাদিগের। এৰপ বিশ্বাস দেখিয়া আমি অত্যন্ত আহ্নলাদিত হইতাম এবং তদবধি আপনাকে বালক বোধ না করিয়া মনুষ্যমধ্যে গণ্য জ্ঞান করিতাম। ফলতঃ, আমি সতত এৰূপ সাবধান হুইয়া চলিতাম যে,
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।