তৃতীয় সর্গ। AS সম্ভাবিত নহে; তাহারা অতি ত্বরায় চিরপরিচিত স্বাধীনতার পুনরুদ্ধার করিল। সিসষ্টিস্ কুপিত হইয়া পুনরায় তাহদিগের সহিত যুদ্ধ আরম্ভ করিয়াছিলেন। কিন্তু কিছু দিন পরেই ভঁাহার মৃত্যু হইল এবং তঁাহার মৃত্যুর সঙ্গেই সেই যুদ্ধের শেষ হইয়া গেল । সিসষ্টিসের প্রভুশক্তি তদীয় উৎকৃষ্ট রাজনীতি সহকারে দুৰ্দ্ধৰ্ষ হইয়া উঠিয়াছিল; কিন্তু যখন সেই প্ৰভুশক্তি সেই রাজনীতি বিরহিত হইয়া ভঁাহার পুত্রের হস্তে পড়িল, তখন আর তাহার তাদৃশী দুৰ্দ্ধৰ্ষতা ও ভীষণত রহিল না । মিসরদেশীয়েরা, ফিনীসীয়দিগের দণ্ডবিধানার্থ আর উদেযাগ না করিয়া, বরং দুরাচার প্রজাপীড়ক রাজার অত্যাচার হইতে আপনাদিগকে মুক্ত করিবার আশয়ে ফিনীসীয়দিগের সাহায্য প্রার্থনা করিল। ফিনীসীয়েরাও উদযুক্ত হইয়া তাহাদিগকে মুক্ত করিয়াছে। আহা ! ফিনীসীয়দিগের স্বাধীনতার ও ঐশ্বৰ্য্যের কি উৎকর্ষ বৰ্দ্ধন হইল ! হায়! আমরা অন্যের উদ্ধার সাধন করিলাম বটে, কিন্তু নিজে দাসত্বশৃঙ্খলে বন্ধ রহিয়াছি। আমাদের নরপতি অতি দুৰ্দান্ত ও অতি দুরাচার ; প্ৰজাদিগের উপর নিয়ত যৎপরোনাস্তি অত্যাচার করেন ; তিনি প্ৰজাদিগকে নিজ দাসবৎ করিয়া রাখিয়াছেন । বিদেশীয় লোকের উপর তঁাহার অত্যন্ত বিদ্বেষ ; টেলিমেকস ! সাবধান থাকিবে, যেন আমাদিগের রাজা পিষ্মালিয়ন তোমাকে বিদেশীয় বলিয়া জানিতে না পারেন, জানিতে পারিলে তোমার বিষম বিপদ ঘটিবেক । তাহার হস্ত তদীয় ভগিনীপতির শোণিতে দুষিত হইয়াছে। তাহার ভগিনী ডাইডো এই বিপদ ঘটনার পর ক্ষণেই কতিপয় ধাৰ্ম্মিক লোক সমভিব্যাহারে নৌকারোহণে টায়র
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।