R টেলিমেকস নগর হইতে প্ৰস্থান করিয়াছেন এবং আফ্রিকার উপকূলে এক পরম সমৃদ্ধ নগর সংস্থাপনের সুত্রপাত করিয়া ঐ নগরের নাম কার্থেজ রাখিয়াছেন। অপরিতৃপ্ত ধনতুষ্ণা পিষ্মালিয়নকে দিন দিন অধিক দুঃখী ও অধিক ঘূণাস্পদ করিতেছে। তাঁহার অধিকারে ধনী হওয়া এক বিষম অপরাধ। অর্থগৃধুতা দিন দিন তাঁহাকে ঈষাঁ, সন্দিগ্ধচিত্ত W3 নিষ্ঠীর করিতেছে। তিনি ধনবানদিগকে যৎপরোনাস্তি উৎপীড়ন করিয়া থাকেন। কিন্তু টায়রা নগরে ধনী হওয়া অপেক্ষা ধাৰ্ম্মিক হওয়া গুরুতর অপরাধকারণ হইয়া উঠিয়াছে। পিষ্মালিয়ন বোধ করেন যে, ধাৰ্ম্মিক ব্যক্তি তাহার অবিচার ও অত্যাচার সহ্য করিতে পারেন না, সুতরাং তিনি তাঁহাদিগকে বিপক্ষ জ্ঞান করেন । ধৰ্ম্ম যেমন তঁহার শক্ৰ, তিনিও তদ্রুপ ধৰ্ম্মের শত্রু। সৰ্ব্বদাই উদ্বেগ, চিন্তা ও ভয় ভঁহার হৃদয়ে উদ্ভূত হইয় উঠে । অধিক কি কহিব, তিনি আপনার ছায়া দেখিয়া আপনি ভীত হয়েনি। নিদ্ৰা ভঁাহাকে এক বারেই পরিত্যাগ করিয়াছে। র্তাহার দণ্ডবিধানার্থই দেবতারা ভঁাহাকে অতুল ঐশ্বৰ্য দিয়াছেন। তিনি সৰ্ব্বদা ভয়ে এৰূপ অভিভূত থাকেন। যে, সুখে ঐশ্বৰ্য্য ভোগ করিতে পারেন না। সুখী হইবার নিমিত্ত তিনি যে বস্তু অন্বেষণ করেন, সেই বস্তু তঁাহার দুঃখের মুলীভুত কারণ হইয়াছে। তিনি দান করিয়া পরিশেষে তন্নিমিত্ত সাতিশয় অনুতাপ করেন ; পাছে সঞ্চিত ধনের ক্ষয় হয়, সতত এই শঙ্কায় কালব্যাপন করেন এবং সুখসম্ভোগে জলাঞ্জলি দিয়া কেবল অর্থাগমের উপায় চিন্তা করেন। প্ৰায় কেহ কখন তঁাহাকে দেখিতে পায় না; তিনি ভবনের একান্তে
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।