পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সৰ্গ । ዓ¢r কদাচি ভঁাহাকে তোমার পিতার নাম জ্ঞাত করিবে: না ; তাহা হইলে তিনি নিঃসন্দেহ তোমাকে এই আশয়ে কারাগারে - রুদ্ধ করিবেন যে, তোমার পিতা ইথাকা নগরীতে প্রত্যাগমন করিলে, তঁাহার নিকট হইতে তোমার fན་ནུ་མོ་স্বৰূপ বহু অর্থ পাইবেন। আমরা টায়রা নগরে উত্তীৰ্ণ হইলাম । তথায় আমি নাৰ্বালের উপদেশানুসারে চলিতে লাগিলাম । আমি প্রথমতঃ ভাবিয়া স্থির করিতে পারি নাই যে, নাবাল পিগ্নালিয়নের বিষয় যেৰূপ বৰ্ণনা করিলেন, মনুষ্য কেমন করিয়া আপনাকে তেমন দুঃখী করিতে পারে ; কিন্তু টায়রা নগরে উপস্থিত হইয়া নাৰ্বালের বর্ণনা সকল সম্পূৰ্ণ যথাৰ্থ বলিয়া আতি ত্বরায় আমার বিলক্ষণ প্রতীতি জন্মিল। পিথালিয়নের দৌরাত্ম্য ও তদীয় মানসিক ক্লেশের অশেষবিধ চিকু দেখিয়া, আমি অত্যন্ত বিস্ময়াবিষ্ট হইলাম ; কারণ, সেৰুপ ব্যাপার তৎপুর্বে আর কখন আমার দৃষ্টিবিষয় বা শ্ৰবণগোচর হয় নাই। আমি দেখিয়া শুনিয়া মনে মনে কহিতে লাগিলাম, এই ব্যক্তি আপনাকে সুখী করিাবার নিমিত্ত আয়াস ও যত্ন করিতেছেন এবং স্থির করিয়াছেন, অপরিমিত সম্পত্তি ও অসীম ক্ষমতা সুখের নিদান ; কিন্তু সম্পত্তি ও ক্ষমতাই তঁাহার দুঃখের কারণ হইয়া উঠিয়াছে। কিছু দিন পূৰ্বে আমি যেমন মেষপালক হইয়াছিলাম, যদি ইনি সেৰুপ মেষপালক হইতেন, তাহা হইলে নিৰ্ম্মলগ্রাম্যসুখাস্বাদনে স্বচ্ছন্দে মনের আনন্দে কাল যাপন করিতে পারিতেন ; ইহাকে অস্ত্ৰাঘাত বা বিষাদানের ভয় করিতে হইত না ; ইনি মানবজাতির স্নেহভাজন হইতেন