পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। ή η দিগের সহিত আলাপ করিতে নিতান্ত উৎসুক ; অভ্যর্থনাকারীদিগের প্রার্থনা শ্রবণে যথোচিত মনোযোগী ; সকল বিষয়ের তত্ত্বনির্ণয় করিতে সাতিশয় যত্নবান ; তাহাকে কখন কোন বিষয়ে ভয় করিতে হইত না এবং ভয় করিতে হয় এমন কোন কারণও ছিল না, কিন্তু পিথালিয়নকে সৰ্ব্বদা সকল বিষয়েই শঙ্কিত থাকিতে হয় । এই ঘূণিত দুরাত্মা প্ৰাণবধের আশঙ্কায় রক্ষিগণবেষ্টিত স্বীয় ভবনের মধ্যে নিরন্তর কালক্ষেপ করিতেছে । কিন্তু যেমন স্নেহবান্দ পিতা আপন ভবনে পুত্ৰগণে পরিবেষ্টিত হইয়া নিরাপদে কালব্যাপন করেন, সেইৰূপ সিসষ্টিস প্ৰজাগণে পরিবেষ্টিত হইয়া নিঃশঙ্ক চিত্তে ও নিয়াপদে অবস্থিতি 守f和てマエ 1 পিখালিয়নকে মিসর দেশে সৈন্য পাঠাইতে হইয়াছিল। সাইপ্ৰসূ দ্বীপের সৈন্যেরা সন্ধিপত্রের নিয়মানুসারে ঐ সৈন্তের সাহায্যার্থে টায়রা নগরে আসিয়াছিল। এক্ষণে, কাৰ্য্য সম্পন্ন হওয়াতে, পিষ্মালিয়ন তাহাদিগকে স্বদেশে ফিরিয়া যাইতে আজ্ঞা দিলেন । এই সুযোগ দেখিয়া নাৰ্বােল আমার উদ্ধারসাধনে তৎপর হইলেন। তিনি এই অভিপ্ৰায়ে আমাকে সাইপ্রীয় সৈন্যের মধ্যে প্রবেশ করাইয়া দিলেন যে, আমি তাদেশীয় লোক বলিয়া তাহদের সঙ্গে চলিয়া যাইব, পিষ্মালিয়ন আমাকে গ্ৰীসদেশীয় বলিয়া বুঝিতে পারিবেন না । তিনি অত্যন্ত সামান্য বিষয়েও সন্দিগ্ধমনাঃ হইয়া সবিশেষ অনুসন্ধান করিতেন। অলস ও অমনোযোগী রাজাদিগের রীতি এই যে, তাহারা , কতকগুলি প্ৰতারক অধাৰ্ম্মিক প্রিয়পাত্রের উপর সম্পূর্ণ