পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। ዓሕ» নাস্তি উৎসুক হইলেন, কিন্তু প্ৰতিকুল বায়ু বশতঃ তথায় আমাকে বহু দিবস বাস করিতে হইল । এই অবকাশে আমি ফিনীসীয়দিগের রীতিবত্ম বিশেষ ৰূপে অবগত হইলাম। পৃথিবীর যে সকল প্রদেশে মনুয্যের গমনাগমন আছে, সেই সমুদায় প্রদেশেই ফিনীসীয় জাতির নাম বিখ্যাত। তাহদের রাজধানী সমুদ্রমধ্যবৰ্ত্তীর্ণ একটি দ্বীপের উপর অবস্থিত। তথাকার ভূমি কি আসাধারণ উর্বরা, সুমিষ্টসুস্বাদফলভরনমিত তরুগণের কি অনুপম শোভা, পরস্পর সন্নিহিত গ্রাম ও নগরের কি অপূর্ব সৌন্দৰ্য্য, স্বাস্থ্যকর জল বায়ুর কেমন সুখকর শীতলতা! এই সমস্ত সন্দর্শনে আমি অত্যন্ত আনন্দিত হইয়া বারংবার প্রশংসা করিতে লাগিলাম। ঐ দ্বীপের দক্ষিণ দিকে পৰ্বতমালা আছে, তদ্দ্বারা উত্তপ্ত দক্ষিণ বায়ুর গতি রুদ্ধ ; লাগরগর্ভেথিত শীতল বায়ু উত্তর দিক হইতে বহিতে থাকে। তথায় লিবেনস নামে এক অতি প্ৰসিদ্ধ পৰ্ব্বত আছে ; , উহা এত উচ্চ যে, বোধ হয়, যেন উহার চিরস্তনতুহিনরাশিধবলিত শৃঙ্গ সকল গগনমণ্ডল বিদীর্ণ করিয়া নক্ষত্রগণকে স্পর্শ করিতে উদ্যত হইতেছে। মস্তকের উপরিভাগে , তুহিন বিমিশ্র নির্বর সকল কল কল ধ্বনি করত। নিম্নাভিমুখে প্ৰবল বেগে ধাবমান হইতেছে। পৰ্ব্বতের DBBS DD SDBDB BDBDS BBBDDBK sDD D যে, বোধ হয়, তাহাদের নিবিড় ও প্ৰকাণ্ড শাখা সকল যেন মেঘমণ্ডল স্পর্শ করিয়া রহিয়াছে এবং এত পুরাতন যে, বোধ হয়, পৃথিবীর সৃষ্টিকালেই যেন তাহাদের সৃষ্টি कछेशांदछ । वप्नद्ध किश्९ि नित्र डांदश १९७5ांझ श्ांन ;