ro টেলিমেকিস । , তথায় নিৰ্ম্মল জলশোভিত নদী সকল প্ৰবল প্রবাহে বহিতেছে এবং গো, মেষ, মহিষ প্রভৃতি আসখ্য পশুগণ অনবরত চরিয়া বেড়াইতেছে । পশুচারণ স্থানের নিম্ন ভাগে পৰ্ব্বতের শেষ সীমায় অতি বিস্তুত পরিস্কৃত ভূমি আছে ; DD gDB sBBDBD DBBD DBD DBBDDB BDDB DBD শোভা সম্প্রদর্শনে মনে এই প্রতীতি জন্মে, যেন বসন্ত ঋতু তথায় চিরবিরাজমান রহিয়াছে । ফিনীসিয়ার অনতিদূরে এক স্বীপ আছে, টায়র নগর তদুপরি অবস্থিত। দর্শনমাত্ৰ ৰোধ হয় যেন উহা জলের উপর ভাসিতেছে এবং সমুদ্রের উপর আধিপত্য করিবার নিমিত্তই অবস্থিত হইয়াছে। তথায় পৃথিবীস্থ সমস্ত দেশের বণিক্ৰগণ আসিয়া মিলিত হয়; তদাষ্ট্রে আপাততঃ ইহাই প্ৰতীয়মান হয়, টায়র নগর কোন একটি স্বতন্ত্ৰ জাতির রাজধানী নহে, ভূমণ্ডলস্থ যাবতীয় জাতির বাণিজ্যস্থান । তথায় দুইটি অর্ণবশাখা আছে, উহারা সৰ্ব্ব ক্ষণ জাহাজে এৰূপ পরিপূর্ণ থাকে যে, জল দেখিতে পাওয়া যায় না, এবং দূর হইতে মাস্তুল সকল জঙ্গলের স্বস্যায় অবলোকিত হয় । টায়রনগরবাসী সকলেই বাণিজ্য করে এবং অপরিামিতসম্পত্তিশালী হইয়াও সম্পত্তি বৃদ্ধি নিমিত্ত পরিশ্রমে পরাভূখ্য নহে। মিসর দেশ হইতে অশেষবিধ উত্তম উত্তম বস্ত্ৰ তথায় বিক্রয়ার্থ আনীত হয়, নগরবাসীরা ঐ সকল বস্ত্ৰ তথাকার প্রসিদ্ধ রক্তবর্ণে রঞ্জিত করিয়া এবং তাহার উপর সোণা ৰূপার কাজ করিয়া অতি মনোহর করে। ফিনীসীয়ের সর্বত্রই বাণিজ্য করিতে যায়। তাহারা পৃথিবীন্থ অন্যান্য সমস্ত লোকের অপরিচিত নানা দ্বীপে গমনাগমন
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।