তৃতীয় সৰ্গ । 92خر তদনন্তর আমি জিজ্ঞাসা করিলাম, তাল, মহাশয় । ইথাকা নগরীতে কি প্রকারো এৰুপ বাণিজ্য প্রতিষ্ঠিত হইতে পারে। তিনি উত্তর করিলেন, যে প্রকারে এখানে হইয়াছে। ব্যগ্রতা প্ৰদৰ্শন পূর্বক দেশান্তরগত লোকদিগের সমুচিত সৎকার ও সমাদর করিবে, যাহাতে তাহদিগের ধন প্ৰাণের সমুচিত রক্ষণাবেক্ষণ হয়, স্বাধীনতা থাকে ও সর্ব প্রকারে স্বছন্দত জন্মে, তদ্বিষয়ে সবিশেষ যত্ন করিবে; এবং এই বিষয়ে সাবধান হইবে যেন তাহারা, তোমার অর্থগৃধুতা বা অহঙ্কার দেখিয়া বিরক্ত হইয়া না উঠে। ষে ব্যক্তি ধনোেপার্জনে কৃতকাৰ্য্য হইতে অভিলাষ করে, অত্যন্ত উপাৰ্জন করিতে চেষ্টা করা তাহার কোন ক্রমেই কৰ্ত্তব্য নহে, বরং সময়বিশেষে তাহাকে ক্ষতি স্বীকার করিতেও হইবে। দেশান্তরাগত লোকদিগের স্নেহপাত্ৰ হইতে চেষ্টা করিবে ; যদি তাহারা তোমার কোন অপকার করে, তাহার প্রতিবিধানে উদ্যত না হইয়া সহ্য করিয়া থাকিবো ; আর অহঙ্কার প্রদর্শন করিয়া কদাচ তাহাদিগের দুরে থাকিবে না। বাণিজ্যবিষয়ক যে সকল নিয়ম সংস্থাপিত হইবে, তাহা এৰূপ হওয়া আবশ্যক যে, সকলেই অনায়াসে ঐ সমুদায়ের মৰ্ম্ম অবগত হইতে পারে এবং বিদেশীয় লোকদিগের পক্ষে ক্লেশদায়ক হইয়া না উঠে। তুমি স্বয়ং ঐ সকল নিয়ম প্রতিপালন করিরে, এবং অন্যে প্রতিপালন না করিলে যথোচিত দণ্ড বিধান করিবে। বণিকদিগের প্রতারণা প্ৰবৃত্তি দেখিলে কঠিন দণ্ড বিধান করিবে, এবং যদি তাহদের বিষয়কৰ্ম্মে অনবধান বা অপব্যয় প্রবণতা দৃষ্ট হয়, তাহা হইলে সমুচিত দণ্ড না করিয়া ক্ষান্ত থাকিবে
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।