পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bow টেলিমেকিস। তাহা হইলে অল্পকালমধ্যেই কোন নীতিপরায়ণ জাতি আমাদিগের এই খ্যাতি, প্ৰতিপত্তি ও ক্ষমতা অপহরণ করিয়া লইবেক । রাজ্যশাসনসংক্রান্ত কোন বিষয়েই অজ্ঞ থাকিব না। ইহা আমার নিতান্ত অভিলাষ হইয়াছিল, এই নিমিত্ত আমি নাৰ্বালিকে জিজ্ঞাসা করিলাম, ভাল মহাশয়! টায়ৱীয়েরা কি প্রকারে - জলপথে এৰূপ পরাক্রান্ত হইয়া উঠিল । নাৰ্বালি কহিলেন, এখানে লিবেনিন পৰ্ব্বতে যে অরণ্য আছে, জাহাজনিৰ্ম্মাণোপযোগী সমুদায় কাষ্ঠ তথা হইতে প্ৰাপ্ত হওয়া যায় ; সেই সমস্ত কাষ্ঠ কেবল ঐ প্রয়োজনেই নিষোজিত হইয়া থাকে । এখানে বহুসংখ্যক শিল্পী বাস। করে ; জাহাজনিৰ্ম্মাণে তাঁহাদের বিশেষ নৈপুণ্য আছে। আমি জিজ্ঞাসা করিলাম, এত শিল্পী এখানে কোথা হইতে আসিল । তিনি উত্তর করিলেন, তাহারা এই দেশেরই লোক, ক্ৰমে ক্রমে তাহাদের সংখ্যার বৃদ্ধি হইয়াছে। কোন শিল্পবিষয়ে বিশেষ নৈপুণ্য জন্মিলে, যদি তাহা সৰ্ব্বদা সম্যক ৰূপে পুরস্কত হইতে থাকে, তাহা হইলে, যত দূর সম্ভাবিতে পারে, অতি ত্বরায় সেই নৈপুণ্যের উৎস কর্ষ জন্মে ; কারণ, যে ব্যবসায়ে অধিক লাভ দৃষ্ট হয়, বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ সর্বদা তাহাতেই প্ৰবৃত্ত হন, সন্দেহ নাই। ষাঁহারা নাবিক কৰ্ম্মের উপযোগী বিদ্যায় কৃতকাৰ্য্যহইতে পারেন, তাদৃশ ব্যক্তিগণ এখানে অত্যন্ত আদরণীয়। উত্তম রেখাগণিতবেত্তা বিলক্ষণ আদৃত হইয়া থাকেন ; নিপুণ জ্যোতির্বিদা তদপেক্ষা অধিক আদরণীয় ; সুশিক্ষিত, নাবিক অগণ্য সাধুবাদের আস্পদ ও অসীম সম্মানের