তৃতীয় সর্গ। tሙፃ ভাজন হয়েনি। স্বত্রধর আপনি ব্যবসায়ে বিশেষ নিপুণ হইলে কেবল প্রচুর অর্থলাভই করে এমন নহে, যথোচিত আদর প্রাপ্তও হয়। ক্ষেপণিকেরাও আপনি কাৰ্যে পরিপক্ক হইলে যথাযোগ্য পুরস্কার পাইয়া থাকে । কোন দাড়ী পীড়িত হইলে তাহার রোগশান্তির নিমিত্ত বিশেষ যত্ন, ও সে দেশস্তরে গমন করিলে তাহার পরিবারদিগের তত্ত্বানুসন্ধান, করা যায়; যদি দৈব ঘটনায় জাহাজ জলমগ্ন ইহয় তাহার প্রাণনাশ হয়, তাহা হইলে তাহার পরিবারদিগের ভরণ পোষণের ভার গ্ৰহণ করা যায় ; আর যদি সে নিৰূপিত কতিপয় বৎসর স্বীকাৰ্য্য নিৰ্বাহ করিয়া উঠে, তাহা হইলে, যাহাতে আয়াস ও পরিশ্রম ব্যতিরেকে গৃহে বসিয়া স্বচ্ছন্দে জীবন পাত করিতে পারে। এৰূপ সংস্থান করিয়া দিয়া, অতি সমাদর পূর্বক তাহাকে কৰ্ম্ম হইতে অবসর দেওয়া যায়। এই নিমিত্ত এ দেশে কখনই উত্তম নাবিকের বা ক্ষেপণিকের অসম্ভাব ঘটে না । পুত্ৰদিগকে এমন উত্তম ব্যবসায়ে সুশিক্ষিত করিতে পিতা মাত্রেই অত্যন্ত ব্যগ্র হয়েন। বালকেরা অতি শৈশবকালেই ক্ষেপণীধারণে, রজ্জপ্রসারণে, গুণবৃক্ষারোহণে ও প্রচণ্ডবাত্যাতুিচ্ছীকরণে অভ্যস্ত হইতে আরম্ভ করে। এই ৰূপে, লোকেরা সম্মান ও পুরস্কার প্ৰত্যাশায় স্বেচ্ছাক্রমে স্ব স্ব কাৰ্য্যে প্রবৃত্ত হওয়াতে সাধারণের কত মহোপকার জন্মিতেছে । কিন্তু, যদি সম্মান ও পুরস্কারের প্রত্যাশা না দেখাইয়া, কেবল রাজশাসনের উপরই নির্ভর করা যাইত, তাহা হইলে কদাচি এৰূপ সম্ভাবিত না; কারণ অন্যের পরিশ্রম দ্বারা আপনি কাৰ্য্য সম্পন্ন করিতে হইলে, পরিশ্রমকারীর অন্তঃকরণে অনুরাগ
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।