তৃতীয় সর্গ। NOVO দুরাকাঙক্ষ কামিনীর মনোরথ পুর্ণ করবেন। কেবল এই চিন্তাতেই তিনি সৰ্ব্ব ক্ষণ মগ্ন থাকিতেন। রাজা ঐ কামিনীয় প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন বটে, কিন্তু সে তঁাহার প্রতি তাদৃশ অনুরক্ত ছিল না, বরং অত্যন্ত ঘূণা করিত। সে অ্যাপন মনের ভাষা গোপন করিয়া রাখিত এবং রাজায় নিকট এইৰূপ ভান করিত যে, কেবল তঁাহার সহবাসসুখাভিলাষেই যেন সে জীবনধারণে অভিলাষিণী ; কিন্তু বাস্তবিক কি প্রকারে তাদৃশ দুর্দান্ত নয়াধ্যমের সহিত সহDD BDBBBBBD u SLLDDD GG DDBD DBD BDBBBD z চিন্তান্বিত খাকিত। এই সময়ে মিলাচন নামে লীডিয়ানিবাসী এক যুৰা পুরুষ টায়ারদ্বীপে বাস করিতেন । তিনি অত্যন্ত সুন্দর, সুকুমার ও ভোগীয় খাসক্ত ছিলেন । বেশভুষাসমাধান, কেশমার্জন, অঙ্গে সুগন্ধলেপন ও বীণাবাদন পূর্বক আদিরসঘটিত গান করা ভঁাহার প্রধান কাৰ্য্য ছিল । আইষ্টাৰ্ব্ব ঊর্তাহার প্রতি একান্ত অনুরাগিণী হইয়াছিল ; কিন্তু ঐ যুবক অন্য এক কামিনীর প্রেমানুরাগী ছিলেন, এজন্য তাহাকে প্রত্যাখ্যান করিয়াছিলেন ; এতদ্ব্যাতিরিক্ত, পাছে রাজার অন্তঃকরণে সন্দেহ উপস্থিত হয় এই ভয়ে তিনি আতিশয় ভীত ছিলেন । এই ৰূপে আক্টাৰ্ব, আপন অতিলষিতসাধনে হতাশ্বাস হইয়া, আপনাকে নিতান্ত অবমানিত বোধ করিয়া, মিলাচনের অবজ্ঞার প্রতিফল প্ৰদানে স্থিরনিশ্চয় হইয়াছিল । এক্ষণে সে এই স্থির করিল যে, সার্বািল যে বৈদেশিক ব্যক্তিকে নগরে অনিয়াছেন বলিয়া রাজা শুনিয়াছেন ও তাহার অন্বেষণার্থ রাজপুরুষ নিযুক্ত করিয়া
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।