পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কি রাজা আর এক মন্ত্রী। একদিন রাজা, মন্ত্রীকে বলিলেন,-“মন্ত্রি! রাজ্যের লোক সুখে আছে, কি, দুঃখে আছে, জানিলাম না ।” মন্ত্রী বলিলেন,-“মহারাজ ! ভয়ে বলি, কি, নিৰ্ভয়ে বলি ?” রাজা বলিলেন,-“নিৰ্ভয়ে বল ?” তখন মন্ত্রী বলিলেন,-“মহারাজ, আগে আগে রাজার মৃগয়া করিতে যাইতেন--দিনের বেলায় মৃগয়া করিতেন, রাত্রি হইলে ছদ্মবেশ ধরিয়া প্রজার সুখ-দুঃখ দেখিতেন। সে দিনও নাই, সে কালও নাই, প্রজার নানা অবস্থা।” A\, 18 ܨ শুনিয়া রাজা বলিলেন,-“এই কথা ? কালই আমি মৃগয়ায় যাইব ।” . " . . .11 द । ΣΣΣ