পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি 绍 S. তিন প্রহর রাত্রে, আঁতুড়ঘরে, রাণীর ছেলে হইল ।—ছেলে যেন চাঁদের পুতুল! দুই বোনে তাড়াতাড়ি হাতিয়া-পাতিয়া কঁাচা ? মাটির ভঁাড় আনিয়া ভাঁড়ে তুলিয়া, মুখে নুণি তুলা দিয়া, সোণার চাদ ছেলে নদীয় জলে ভাসাইয়া দিল । রাজা খবর করিলেন,-“কি ছেলে হইয়াছে ?” “ছাই ! ছেলে না ছেলে,-কুকুরের ছানা !” দুই জনে আনিয়া এক কুকুরের ছানা দেখাইল । রাজা চুপ করিয়া রহিলেন । তার পর-বছর রাণীর আবার ছেলে হইবে। আবার দুই বোনে আঁতুড়ঘরে গেল । রাণীর আর এক ছেলে হইল। হিংসুকে” ”- দুই বোন আবার তেমনি করিয়া মাটির ভঁাড়ে كان يديه করিয়া, নৃণ তুলা দিয়া, ছেলে ভাসাইয়া দিল। [ কুকুরের ছানা ।] রাজা খবর নিলেন,-“এবার কি ছেলে হইয়াছে ?” “ছাই ! ছেলে না ছেলে,-বিড়ালের ছানা ? দুই বোনে আনিয়া এক বিড়ালের ছানা দেখাইল ! রাজা কিছুই বুঝিতে পারিলেন না! তা’র পরের বছর রাণীর এক মেয়ে হইল । টুকটুকে মেয়ে, টুলটুলে’ মুখ, হােত পা [ বিড়ালের ছানা ।] যেন ফুল-তুকুতুক্‌ ! হিংসুকে'। দুই বোনে সে মেয়েকেও নদীর জলে ভাসাইয়া দিল। " Sš 该 SSG