পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র ঝুলি , NS سی2 দেখিতে দেখিতে সকল পাথর লক্ষ লক্ষ রাজপুত্র হইয়া, | * গেল। রাজপুত্রেরা জোড়হাত করিয়া কিরণমালাকে প্ৰণাম করিল,- “সাত যুগের ধন্য বীর ” অরুণ বরুণ চোকের জলে গলিয়া বলিলেন,--“মায়ের পেটের ধন্য বোন ।” মাথার উপর সোণার পাখী বলিল,- “বরুণ বরুণ কিরণমালা, তিনটি ভুবন করলি আলা।” ( s३ ) পুৱীতে আসিয়া অরুণ বরুণ কিরণমালা কাজল লতাকে ঘাস জল দিলেন, কাজল লতার বাছুর খুলিয়া দিলেন, হরিণছানা নাওয়াইয়া দিলেন, আঙ্গিনা পরিষ্কার করিলেন, গাছের গোড়ায় গোড়ায় জল দিলেন, জঞ্জাল নিলেন,—দিয়া, নিয়া, বাগানে রূপার গাছের বীজ হীরার গাছের ডাল পুঁতিলেন, মুক্তাঝরণাজলের ঝারীর মুখ খুলিলেন, মুক্তার ফুল ছড়াইয়া দিলেন; সোণার পাখীকে বলিলেন,-“পাখি ! এখন গাছে ব’স ।” ഞ്ച তর তরু করিয়া হীরার গাছ বড় হইল, ফর ফরু করিয়া রূপার গাছ পাতা মেলিল, রূপার ডালে হীরার শাখে টুকটুকোটুক্‌ cगीझ शब्ज ८थोंदींद्भ খোবায় {দুলিতে লাগিল ; হীরার ডালে NSONS