পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

裂 --দুধের সাগর তিন ভাই-বোনু অবাক হইয়া চোকের জলে গলিয়া মাকে নিয়া আসিল । দুঃখিনী মা ভাবিল,-“আহা; স্বৰ্গে আসিয়া বাছাদের পাইলাম !” সোণার পাখী গান করিল,- “অরুণ বরুণ কিরণ,- তিন ভুবনের তিন ধন। এমন রতন হারিয়ে ছিল। মিছাই জীবন। অরুণ বরুণ কিরণমালা আজি ঘুচ’লি সকল জ্বালা।” তাহার পর আর কি ? আনন্দের হাট বসিল। রাজা রাজত্ব তুলিয়া আনিয়া, অরুণ বরুণ কিরণের পুৱীতে রাজপাট বসাইয়া দিলেন । সকল প্রজা সাত দিন সাত রাত্রি ধরিয়া মণি-মুক্তা হীরা-পান্না নিয়া ছড়াছড়ি খেলিল । তাহার পর আর একদিন, রাজ্যের কতকগুলা জল্লাদ হৈ হৈ করিয়া গিয়া ঘেসেড়ার বাড়ী, সুপকারের বাড়ী জ্বালাইয়া দিয়া রাণীর পোড়ারমুখী দুই বোনুকে হেঁটে কঁাটা উপরে কঁাটা দিয়া পুতিয়া ফেলিয়া চলিয়া আসিল । তাহার পর রাজা, রাণী, অরুণ বরুণ কিরণমালা, নাতিনাতকুড়ি লইয়া কোটি-কোটীশ্বর হইয়া যুগ যুগ সুখে রাজত্ব করিতে লাগিলেন । C) ミ പുല്ലു--: - A 勤 2 须兮* **之/ 级 2