পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

黎 --রূপ-তরাসী পর রাত্রে রাজার ঘরে “র্কাই মাই!” চমকিয়া রাজা তরোয়াল নিয়া উঠিলেন। —সোণার খাটে অজিত-কুসুম ঘুমায় ; এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল ॥-রাক্ষসের হাতে কুসুম কাটীর পুতুল । রাণী ছুটিয়া আসিয়া মাথার চুল ছিড়িয়া রাজার গায়ে মারিল,-হাত নড়ে না, পা নড়ে না, রাজা বোকা হইয়া গেলেন । রাজার চোকের সামনে রাক্ষস কুসুমকে থাইতে লাগিল। রাজা চোকের জলে ভাসিয়া গেলেন, মুছিতে পারিলেন না । রাজার শরীর থারথার কঁপে, রাজা বসিতে পারিলেন না । রাণী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অজিতের ঘুম ভাঙ্গিল ;- রাত যেন নিশে মন যেন বিষে, দাদা কাছে নাই কেন ? অজিত ধড়মড় করিয়া উঠিয়া দেখে, ঘর ছমছম করিতেছে, রাণীর হাতে বালা-কঁকণ ঝমােঝমা করিতেছে,-দাদাকে রাক্ষসে খাইতেছে ! গায়ের রোমে কঁাটা, চোকের পলক ভঁাটা, অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল । রাক্ষস “আঁই আঁই” করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোণার ডেলা উগারিয়া পলাইয়া গেল! রাণী দেখিল, পৃথিবী | টিয়াছে-পেটের ছেলে শত্ৰু হইয়াছে । রাণী মনের স্বাগুন জ্ঞান দিশ। হারাইয়া আপনার S S88