※ š ঠাকুরমা’র বুলি S, ছেলেকে মুড়ামুড়া করিয়া চিবাইয়া খাইল ! রাণীর গলা দিয়ু এক লোহার ডেলা গড়াইয়া পড়িল । রাণীর পা উছলি, রাণীর চোক ‘উখর’, সোণার ডেলা লোহার ডেলা নিয়া রাণী ছাদে উঠিল। ছাদে রাক্ষসের হাট । একদিকে বলে--- “হুম্ হুমা খাম-আঁরো খাবো।” আর দিকে বলে,- “গুম্ গুম গাম-র্দেশে যাবে।” ব্ল্যাণী বলিল,- “গব গবৎ গুম্, খমখম খাঃ ! আমি হেঁথা থাকি, তেঁরা দেশে যাঃ !” রাজপুরীর চুড়া ভাঙ্গিয়া পড়িল, রাজার বুক কঁাপিয়া উঠিল; —গাছপাথর মুচড়িয়া, নদীর জল উছলিয়া, রাক্ষসের বাঁক দেশে ਭੂਕ | ঘরে গিয়া রাণীর গা জ্বলে, পা জ্বলে ; রাণী সোয়াস্তি পায়না । বাহিরে গিয়া রাণীর মন ছন্ছন্, বুক কন্কিনা; রাত আর পোহােয় না। না পারিয়া রাণী আরাম-কাটী জিরাম-কাটী বাহির করিয়া পোড়াইয়া ফেলিল। তাহার পর, মায়া-মেঘে উঠিয়া, নদীর ধারে এক বঁাশ-বনের তলে সোণার ডেলা, লোহার ডেলা পুতিয়া রাখিয়া, রাক্ষসী-রাণী, নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল AC, বঁশের আগে যে কাক ডাকিল, ঝোপের আড়ে যে শিয়াল কঁাদিল ।রাণী তাহা শুনিতে পাইল না । o 浚 S86
পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।