পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--রূপ-তরাসী 茨 S চলিয়া চলিয়া, জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিলেন। সে রাজ্যে বড় খোক্কসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খোঙ্কসেরা সে মন্ত্রী খাইয়া যায় আর একঘর প্রজা খায় । রাজা নিয়ম করিয়াছেন, যে কোন জোড়া রাজপুত্র খোক্কস মারিতে পারিৰে, জোড়া পরীর মত জোড়া রাজকন্যা আর তঁাহার রাজত্ব তাহারাই পাইবে। কত জোড়া রাজপুত্ৰ আসিয়া খোক্কসের পেটে গেল। কেহই খোঙ্কস মারিতে পারে নাই ; রাজকন্যাও পায় নাই, রাজ্যও পায় নাই । লালকমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন,- “আমরা খোঙ্কস মারিতে আসিয়াছি!” ৰ রাজার মনে একবার আশা একবার নিরাশ ; শেষে বলিলেন,-“আচ্ছা ।” নীলকমল লালকমল এক কুঠরীতে গিয়া, তরোয়াল খুলিয়া বসিয়া রহিলেন । ( ( ) রাত্ৰি ক’দণ্ড হইল, কেহ আসিল না । রাত্ৰি আর ক’দণ্ড গেল, কেহ আসিল না । রাত্রি এক প্রহর হইল, তবু কেহ আসিল না। -- শেষে, রাত্রি দুপুর হইল ; কেহ আর আসে না। --দুই ভাইয়ের বড় ঘুম পাইল । নীল লালকে বুলিলেন,-“দাদা! আমি ঘুমাই, পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও ” বলিয়া, S 一 级 S8