পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

浚 S ঠাকুরমা’র বুলি S. নীলকমল উঠিয়া ঘিয়ের দীপ জালিয়া দিয়া সব খোঙ্কস কাটিয়া ফেলিলেন। সকলের বড় খোঙ্কসটী নীলকমলের হাতে পড়িয়া, যেন, গিরগিটির ছা ! খোঙ্কস মারিয়া হাত মুখ ধুইয়া দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে লাগিলেন। পরদিন রাজা গিয়া দেখেন, দুই রাজপুত্রে রক্তজবার ফুল— গলাগলি হইয়া ঘুমাইতেছেন ; চারিদিকে মরা খোঙ্কসের গাদা। দেখিয়া রাজা ধন্যধন্য করিলেন। রাজার রাজত্ব, জোড়ারাজকন্যা দুই ভাইয়ের হইল ! [ গিরগিটির ছা! ( ७ ) সেই যে রাক্ষসী রাণী ?-রাজার পুরীতে থানা দিয়া । বসিয়াছে তো ? আই-রাক্ষস কাইরাক্ষস তা’র দুই দূত গিয়া, খোঙ্কসের মরণ-কথার খবর দিল। শুনিয়া রাক্ষসী-রাণী হাঁড়িমুখ ভারী করিয়া বুকে তিন চাপড় মারিয়া বলিল,-“আই রে! কাই রেণু আমি তৈা আর নাই রে - Sov