পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--রূপ-তরাসী--- ছাই পেটের বিষ-বাড়ী— ט সাত জন্ম পরাণের অরি বাড়ে বংশে উচ্ছন্ন দিয়া আয়!” অমনি আই কাই, দুই সিপাইর মুত্তি ধরিয়া, নীলকমল লালকমলের রাজসভায় গিয়া বলিল,—“বুকে খিল পিঠে খিলি, রাক্ষসের মাথার তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না !” ” লালকমল নীলকমল কহিলেন,-“আচ্ছা, তেল আনিয়া दि ।” নূতন তারোয়ালে ধারা দিয়া, দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশে চলিলেন । যাইতে যাইতে, দুই ভাই এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। খুব বড় এক অশ্বখ গাছ, হায়রাণ হইয়া দুই ভাইরে অশ্বথের তলায় বসিলেন । সেই অশ্বথ গাছে বেঙ্গামা-বেঙ্গামী পক্ষীর বাসা । বেঙ্গামী বেঙ্গমকে বলিতেছে,-“আহা, এমন দয়াল কারা, দু’ফোটা রক্ত দিয়া আমার বাছাদের চোক ফুটায়!” শুনিয়া, লাল নীল বলিলেন,-“গাছের উপরে কে কথা । কয় ? --রক্ত আমরা দিতে পারি।” বেঙ্গামী “আহা আহ’ করিল। বেঙ্গম নীচে নামিয়া আসিল । দুই ভাই আঙ্গুল চিরিয়া রক্ত দিলেন । 浚 Sc3