পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি 浚 Š, পাশা, কোন রাজ্যে পাঠাইল কে জানে ? রাণীর ঘরে রাণী, মূৰ্ছা গেলেন । রাক্ষসী তাড়াতাড়ি গিয়া রাণীকে খাইয়া রাণীর মুত্তি ধরিয়া বসিয়া রহিল। রোজ যেমন, আজও রাজা আসিলেন-রোজ যেমন, আজও রাণী সেবা যত্ন করিলেন। কেবল রাজপুত্ৰ দেখিলেন, খাবার দিবার সময়, মায়ের জিভের এককেঁাটা জল টসূ করিয়া পড়িল ! গা ছমছম! রাজপুত্র আর খাইলেন না ; চুপ করিয়া উঠিয়া গেলেন। এ কথা আর কেহই জানিল না। ক’বৎসর যায়, রাজার সাত ছেলে হইল। রাজা খুব ধুমধাম করিলেন । কেবল রাজপুত্ৰ দেখিলেন, তালগাছের আগা দিন দিন শুকায়, তালগাছে কোন পক্ষী বসে না । রাজপুত্ৰ চুপ করিয়া রহিলেন ; সাত ছেলে বড় হইল । রাজা সময়মত তাহদের অন্নপ্রাশন, চুড়া, উপনয়ন, সব করাইলেন। তখন রাজপুত্রেরা বলিলেন, — *এখন আমরা দেশ-ভ্ৰমণে যাইব ।” রাজা বলিলেন, —“বড়কুমার গেল না. তোরা কি করিয়া যাইবি ?” রাজা ৰ'ড়কুমারকে খবর দিলেন । ܨܲܚܬܐ খবর পাইয়াই এক পক্ষিরাজে চড়িয়া বড়কুমার, ভাইদের } কাছে গেলেন,-“কোন রে ভাই!! দাদাকে তোরা ভুলিয়া গিয়াছিলি ? চল, এইবার দেশ ভ্ৰমণে যাইব ।” আট ভাই সাজসজ্জা করিয়া চর-কটক সঙ্গে রাজপুরী হইতে বাহির হইলেন। 浚 Ver