ঠাকুরমা’র বুলি S রাজপুত্ৰ হই, যদি নিষ্পাপ শরীর হয়, দৃষ্টির আড়ালে তরোয়াল 1 । ঘুরাইলাম, এই তরোয়াল তোমাকে ছুইবে!” P বলা আর কহা-সূতাশঙ্খ বত্ৰিশ ফণা ছাড়াইয়া বিষদাঁতে আগুন ছুটাইয়া লক্লক করিয়া উঠিয়াছে,-রাজপুত্রের তরোয়াল ঝ-ঝনৃ-ঝনু শব্দে ঘরের ঝাড়-বাতি চূৰ্ণ করিয়া সুতাশঙ্খের বত্রিশ ফণায় গিয়া লাগিল। অমনি রাজপুত্র দেখেন,-সাপ ! ঘরময় 1 বিদ্যুতের ধাঁধা, চারিদিকে ধোঁয়া !-রাজপুত্র শনশন তরোয়াল ঘুরাইয়া বলিলেন,-“চক্ষু পাইলাম!” তরোয়ালে অজগর সাত খণ্ড হইয়া কাটিয়া গেল। সেই নিশিতে রাক্ষসী-রাণীর পুৱীতে ধ-ধ্বড়-ধ্বড় শব্দে হাজার সিড়ির ধাপ ধ্বসিয়া গেল, রাজকুমারের আয়ু সহস্ৰডাল সোণার ডালিম গাছ হইয়া গজাইয়া উঠিল। রাজপুরীতে ভূমিকম্প-গুডু-গুড় দুড়-দুড় শব্দ! ভয়ে রাক্ষসী ইদুর হইয়া “চিচি” করিতে করিতে চুটিয়া পলাইয়া গেল। রাণীর শরীর আবার মুৰ্দ্ধা গিয়া পড়িয়া রহিল। রাজ্যে রাজপুরীতে হাহাকার,-“এ সব কি ?” রাত-রাজার রাজ্যে লোক নিত্যকার মত কঁাদিতে কঁাদিতে আসিয়াছে।--দেখে-ধন্য! ধন্য। --রাজা ! রাজা আজ জীয়ন্ত!!! লোকের আনন্দ ধরে না ! দেখে হাজারো ফাঁপা সাত কুচি সাপমেজেতে পড়িয়া ! “কি সৰ্ব্বনাশ!”—সকলে বুঝিল, এই সাপে | এত দিন এত রাজা খাইয়াছে -“সাপকে পোড়াও !” ܘ ܠ ܐ পোড়াইতে গিয়া, সাপের পেটেলিখন ! লিখন রাজার কাছে আসিল । পড়িয়া রাজপুত্ৰ বললেন,-“রাজকন্যা ! আর তো 亥 SA o
পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।