এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
—রূপ-তরাসী “ঘঁ্যাঘর চরকা ঘঁ্যাঘর, রাজপুত্ৰ পাগল। হটর হটর পবনের না’, রাজপুত্রের কাছে যা ।” আর কি ? বুড়ী মণিমালাকে রাজপুরীতে দিয়া, মণিটি লুকাইয়া নিয়া বাড়ীতে গেল । রাজপুত্র ভাল হইলেন। মণিমালার সঙ্গে তঁাহার বিয়ে। পেচোর সঙ্গে রাজকন্যার বিবাহ হইবে কি-না ? সাত বাচ্ছার নিখোঁজ পেচোর জন্য বুড়ী দেশে দেশে লোক পাঠাইল । মণিমালা বলিলেন,-“আমার এক বৎসর ব্ৰত, এব। বৎসর পরে যা’ হয় হইবে।” সকলে বলিলেন,-“আচ্ছা ।” মণি গেল, মণিমালা গেলা-সাপের নিশা’স গরল, সাপের পরশ হিম, আজ রাজপুত্র ঘুমে ঢুলু ঢুলু। ঢুলিয়া রাজপুত্র সাপের শয্যায় ঘুরিয়া পড়িলেন। শিয়রের সাপ ফণা তুলিয়া গজ্জিয়া উঠিয়া, আশের সাপ, পাশের সাপ, গা-মােড়া দিয়া উঠিয়া রাজপুত্রকে আষ্টে-পৃষ্ঠে জড়াইয়া ধরিল । নাগপাশের বাঁধনে রাজপুত্র সাপের শয্যায় বিষের ঘোরে অচেতন হইয়া রহিলেন। "ত" । S اسS