পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি 浚 r S কে কোন দিকে যাইবেন ? ঠিক হইল,-কোটালের দক্ষিণ, সওদাগরের উত্তর, মন্ত্রীর পশ্চিম আর রাজপুত্রের পূব । তখন সকলে মাথার পাগড়ীর কাপড় ছিড়িয়া চার পথের মাঝখানে চার নিশান উড়াইয়া দিলেন,-“যে-ই যখন ফিরুকু, অন্য বন্ধুদের জন্য এইখানে আসিয়া বসিয়া থাকিবে ।” চার ঘোড়া চার পথে ছুটিল । সারা দিনমান চার জনে ঘোড়া ছুটাইলেন, কেহই কোথাও গ্রাম, নগর, বন্দর, বাড়ী কিছুই দেখিলেন না ; সন্ধ্যার পর আবার সকলেই কোন এক এক-ই জায়গায় আসিয়া উপস্থিত ! সে মস্ত এক বন! রাজপুত্র বলিলেন,-“দেখ, আমরা নিশ্চয় রাক্ষসের মায়ায় পড়িয়াছি ; সাবধানে রাত জাগিতে হইবে । কিন্তু ক্ষুধায় শরীর অবশ, দেখা কিছু খাবার পাওয়া যায় কি না।” সকলে ঘোড়া বঁধিয়া খাবার সন্ধানে গেলেন। বনে একটিও ফল দেখা যায় না, কোনও জীবজন্তু দেখা যায় না, কেবল পাথর কঁাকর আর বড় বড় বট পাকুড় তাল শিমূলের গাছ! হঠাৎ দেখেন, একটু দূরে এক হরিণের মাথা পড়িয়া রহিয়াছে। সকলের আনন্দের সীমা রহিল না; কোটালের পুত্ৰ কাঠ কুড়াইতে গেলেন, সওদাগরের পুত্ৰ জল আনিতে গেলেন, মুন্ত্রিপুত্র আগুনের চেষ্টায় গেলেন, রাজপুত্র একটা গাছের । শিকড়ে মাথা রাখিয়া গা ছাড়াইয়া শুইয়া পড়িলেন। -s রাজপুত্র ঘুমে। কাঠ নিয়া আসিয়া কোটাল দেখেন, আরবন্ধুরা আসে নাই । কাঠ, রাখিয়া, কোটাল হরিণের মাথাটি কাটিতে গেলেন । ** ** ** NIK |- 多 SSVS