পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--রূপ-তরাসী তরোয়াল ছোয়াইয়াছেন।--আর অমনি হরিণের মাথার ভিতর হইতে এক বিকটমুক্তি রাক্ষসী বাহির হইয়া কোটাল আর কোটালের ঘোড়াটিকে খাইয়া, আবার যেমন হরিণের মাথা তেমনি হরিণের মাথা হইয়া পড়িয়া রহিল। জল আনিয়া সওদাগর দেখেন, কাঠ রাখিয়া কোটাল-বন্ধু কোথায় গিয়াছে। সওদাগর হরিণের মাথা কাটিতে গেলেন । সওদাগর, সওদাগরের ঘোড়া রাক্ষসীর পেটে গেল । মন্ত্রী আসিয়া দেখেন, জল আসিয়াছে, কাঠ আসিয়াছে, বন্ধুরা কোথায় ? “আচ্ছা, মাংসটা বানাইয়া রাখি।” “বাঁচাও বঁাচাও!-বন্ধু, কোথায় তোমরা— --জন্মের মত গেলাম।” মন্ত্রিপুত্রের চীৎকারে রাজপুত্ৰ ধড়ফড় করিয়া উঠিয়া বসিলেন। দেখেন,-কি সৰ্ব্বনাশ,-রাক্ষসী !!! রাক্ষসী মন্ত্রিপুত্ৰ আর মন্ত্রিপুত্রের ঘোড়া খাইয়া রাজপুত্রের ঘোড়াকে ধরিল। তারোয়াল খুলিয়া রাজপুত্র দাড়াইলেন ; রাজপুত্রের পক্ষিীরাজ চেচাইয়া বলিল,-“রাজপুত্র, পলাও, পলাও আর রক্ষা নাই!” রাজপুত্র বলিলেন,-“পলাইব না। —বন্ধুদের খাইয়াছে, রাক্ষসী মারিব!” রাজপুত্র তরোয়াল উঠাইলেন,-চোক আঁধার, হাত অবশ্য। রাক্ষসী আসিয়া রাজপুত্রকে ধরে ধরে ;-বনের গাছ পাথর চারিদিক হইতে বলিয়া উঠিল,-“রাজপুত্র, পলাও, পলাও।” তখন, রাজপুত্র, দিশা হারাইয়া, যে দিকে চক্ষু যায়, দৌড়াইতে লাগিলেন , ༢༢ ཡོད་ SS8