পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—রূপ-তরাসী沙 NIK রাজকন্যাকে একখানে রাখিয়া, রাজপুত্র, রাণীর ওষুধ আর শুকটি নিয়া রাজার কাছে গেলেন,-“মহারাজ, আজ একবার সভা করিবেন, আমি রাণীর অসুখ সারাইব ।” ভারি খুসী হইয়া রাজা সভা করিয়া বসিলেন। রাজপুত্ৰ কাটী, পাট, চাঁপা, কঁকুড় সভায় রাখিলেন। সকলে দেখে, কি আশ্চৰ্য্য! রাজপুত্র বলিলেন,-“মহারাজ, রাণীকে নিজে আসিয়া এইগুলি নিতে হইবে।” রাণীর তো। ওদিকে হাড়মুড় মুড়ি গিয়া কলজে-ধড়ফড়ি ব্যারাম হইয়াছে—“ছেলেটা তো তবে সব নাশ করিয়া আসিয়াছে। আজ ওকে খা’ব ! রাজ্য খা’ব ! !’— রাজ্য খা —সভার দুয়ারে রাণী পা দিয়াছে, আর রাজপুত্ৰ বলিলেন,-“ও রাক্ষসি, আমাকে খাবি ?-এই দ্ব্যাখ্যা”- রাজপুত্র খাঁচা হইতে শুকটিকে বাহির করিয়া এক টানে শুকের গলা ছিড়েন। আর কি !— রাক্ষসী বলিল,-“খাব না, খাব না, রােখ রাখ! তেঁার পায়ে পড়ি !”-রাণীর মুক্তি কোথায়, দাত-বিকটী রাক্ষসী !— রাজা, সভার সকলে থারথার কঁপোন । রাজপুত্ৰ বলিলেন,-“দে, আমার কোটাল বন্ধু দে, কোটালবন্ধুর ঘোড়া দে। দে, আমার সওদাগরবন্ধু দে, সওদাগরবন্ধুর ঘোড়া দে ! মন্ত্রিবন্ধু, মন্ত্রিবন্ধুর ঘোড়া দে, আমার ঘোড়া দে !” ” রাক্ষসী হোয়াক হোয়াকু করিয়া একে একে সব "উগরিয়া দিল ! তখন রাজপুত্ৰ বুলিলেন,-“মহারাজ, দেখিলেন, রাণী রাক্ষসী। কিনা ?—”7%*/ SS ※ Rotr