পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

–by to <gio স্বঠকিলেন । আমনি এক নলের আগা ভাঙ্গিয়া হাসিয়া পণ্ডিত বলিল,-“হা: ! কুমীর মশাই এত বোকা তা’ তো জানিতাম না !—কোথায় বা আমার ঠ্যাং, কোথায় বা লাঠি! ধরুন। ধরুন, লাঠিটা ছাড়িয়া ঠ্যাংটাই ধরিতেন !” কুমীর ভাবিল,-“আঁ্যা,- লাঠি ধরিয়াছি?”—ধরুধৱা-ঠ্যাং ছাড়িয়া কুমীর লাঠিতে কামড় क्लि । নল ছাড়িয়া দিয়া পণ্ডিত তিন লাফে পার!-“কুমীর মশাই, হোক্কা হুয়া -আবার পাঠশালা খুলিব, ছেলে পাঠাইও ।” আবার দিন যায় ; শিয়ালের আর লেজটিতেও কুমীর পা দিতে পারে না । শেষে একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি টুদ্ধি আঁটিয়া, সটান লেজ, রোদমুখে হাঁ, টেকি-অবতার | छु छु ] ܠܟܘܢ হইয়া, কুমীর খালের চড়ায় হাত পা ছড়াইয়া। একেবারে মরিয়া পড়িয়া রহিল। শিয়াল পণ্ডিত সেই পথে যায়। দেখিল,-“বসূ! FK কুমীর তো মরিয়াছে ! যাই, শিয়ালীকে নিমন্ত্রণটা দিয়া আসি ” SSb