পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

浚 ঠাকুরমা’র ঝুলি S কিন্তু, পণ্ডিতের মনে-মনে সন্দ’ ।-গোফে তিন চাড়া দিয়া দাত মুখ চাটিয়া চুটিয়া বলিতেছে,-“আহা, বড় সাধুলোক ছিল গো !—কি হ’য়েছিল। গো !—কি ক’রে গেল গো !া-আচ্ছা, লোকটা যে মরিল তার লক্ষণ কি ? হু হু!- কাণ নড়বে পটাপট, লেজ পড়বে চটাচিটু তবে তো মড়া ! -এ বেটা এখনও তবে মরে নি।” কুমীর ভাবিল, কথা বুঝি সত্যি-কাণ নাই। তবু কুমীর মাথা ঘুরাইয়া ঘুরাইয়া কাণ নাড়ে, চট্টচটাচিট লেজ আছাড়ে। দূরে ছিল কতকগুলি রাখাল “ওরে! ওই সে কুমীর ডাঙ্গায় এল, যে ব্যাটা সে দিন বাছুর খেল—” কাস্তে, লাঠি, ইট, পাটকেল ধড়াধবড় পড়ে—হৈ হৈ রৈরৈ করিয়া আসিয়া রাখালের দল কুমীরের পিছনে লাগিয়া গেল । শিয়াল পণ্ডিত তিন ছুটে চম্পট- ve | - A "হোৱা হোয়া, কুমীর মশাই! নমস্কার -এবার পালাই!” 浚 ASI