পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

浚 ঠাকুরমা’র বুলি আসিল । , , ) § 浚 亲 এক বিয়ের বর যায়! বোম পাটুকা, আতসবাজি ছুড়িতে ছুড়িতে সকলে চলিয়াছে। অন্ধকারে, কে জানে ?—একটা পটকা ছুটয়া গিয়া শিয়ালের হাঁড়ীতে পড়িল। হঁাড়ীটি ফাটিয়া গেল। দুই চােক ঘুরাইয়া আসিয়া শিয়াল বলিল,—“কে হে বাপু বড় তুমি বর যােচ্ছ—বাজি পোড়াবার আর জায়গা পাও নাই ? ভাল চাও আমার হাড়ীটি দাও ।” বর ভ্যাবাচ্যাক খাইয়া গেল। সকলে বলিল,—“মাফকর ভাই, মাফ কর ভাই, নইলে আমরা সব মারা যাই ।” শিয়াল বলিল,-“সেটি হ’বে না। --কনেটিকে আগে আমাকে দাও, তা’রপর তোমরা যেখানে খুন্সী যাও।” কি আর করে ?—বর, কনেটি শিয়ালকে দিল। কনে পাইয়া শিয়াল সেখান হইতে চলিল । এক ঢুলীর বাড়ী গিয়া শিয়াল বলিল,—“ঢুলী ভাই, ঢুলী ভাই, তোমরা ক'জন আছ ?—আমি বিয়ে করিব, সব ঢোল বায়ন করা দেখি । কনেট তোমার এখানে থাকিল, আমি পুরুতবাড়ী চলিলাম।” ঢুলী। ঢোল বায়না করিতে গেল, শেয়াল পুরুতবাড়ী চলিল। ঢুলিবাউ কুটুনা কুটিতে বসিয়াছে। কনেট ঝিমাইতে ঝিমাইতে বঁটীর উপরে পড়িয়া গিয়া কাটিয়া দুইখান হইয়া গোল ।। ভয়েত ঢুলিবউ কনের দুই টুকরা নিয়া খড়ের গাদায় লুকাইয়া রাখিয়া RNR NSD YV)