পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

–5y «R- 多 দুখু সেওড়ার গুড়ি ঝা’ড় দিল, তলার পাতাকূটা কুড়াইয়া ফেলিল। সব ফিট্‌ফাটু করিয়া দিয়া, আবার দুখু বাতাসের সঙ্গে চলিল। একটু দূরেই এক ঘোড়া বলিল,—“দুখু, দুখু কোথা যােচ্ছ— আমাকে চা’র গোছা ঘাস দিয়া যাবে?” দুখু ঘোড়ার ঘাস দিল। তা’রপর চলিতে চলিতে দুখু বাতাসের সঙ্গে কোথায় দিয়া কোথায় দিয়া এক ধবৃধবে বাড়ীতে গিয়া উপস্থিত ! বাড়ীতে আর কেউ নাই ; ফিট্‌ফাটু ঘরদোর, ঝকৃঝক্‌ আঙ্গিনা, কেবল দাওয়ার উপরে এক বুড়ী বসিয়া বসিয়া সূতা কাটিতেছে, সেই সূতায় চক্ষের পলকে পলকে যোড়ায় যোড়ায় শাড়ী হইতেছে ! বুড়ী আর কেউ না, চাঁদের মা বুড়ী ! বাতাস বলিল,— “দুখু বুড়ীর কাছে গিয়া তুলা চাও, পাবে ” দুখু গিয়া বুড়ীর পায়ে ঢিপ করিয়া প্ৰণাম করিল, বলিল,—“দ্যাখ তো আয়ীমা, বাতাস আমার সবগুলো তুলা নিয়া আসিয়াছে—ম আমায় ব’কবে আয়ীমা, আমার তুলো গুনো দিয়ে দাও।” চুলগুলো যেন দুধের ফেনা, চাঁদের আলো ; সেই চুল সরাইয়া চােক তুলিয়া চাঁদের মা বুড়ী দেখে ছোট্ট খাট্ট মেয়েট —চিনি হেন মিষ্টি-মধুর বুলি। বুড়ী বলিল,—“আহা সোণার চাদ বেঁচে থা”কৃ। ওঘরে গামছা আছে, ওঘরে কাপড় আছে, ওঘরে তেল আছে, ঐ পুকুরে গিয়া দুটাে ডুব দিয়ে এসো; এসে ওঘরে গিয়া আগে চাটি খাও, তারপরে তুলো দেবো এখন।” ঘরে গিয়া দুখু—কত কত ভাল ভাল গামছা কাপড় দেখে,— SK ། ২২৮ 浚