পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ീ -চ্যং ব্যাং সেই গাই ডাকিল,-“সুখু, কোথা যাচ্ছে, শুনে যাও ।” সুখু ফিরিয়াও দেখিল না । কলাগাছ, সেওড়া গাছ, ঘোড়া সকলেই ডাকিল, সুখু কাহারও কথা কাণে তুলিল না । সুখু আরো রাগিয়া গিয়া গালি পাড়ে,-“উ! আমি যাবে চাঁদের মা বুড়ীর বাড়ী, তোমাদের কথা শুনতে বসি ?” বাতাসের সাথে সাথে সুখু চাঁদের মা বুড়ীর বাড়ী গেল। গিয়াই, “ও বুড়ি, বুড়ি, বসে’ বসে’ কি কচ্ছিস্ ? আমায় আগে সব জিনিষ দিয়ে নে, তা’র পর সুতো কাটিসূ । হু ! উনুনমুখী দুখু, তা’কেই আবার এত সব দিয়েছেন ৷” বলিয়া, সুখু, বুড়ীর চরকা মরিকা টানিয়া ভাঙ্গে আর কি ! চাঁদের মা বুড়ী অবাক!—“রাখা রাখ”-ওমা! এতটুকু মেয়ে তার কাঠ কাঠ কথা, উড়নচণ্ডে” কাণ্ড ! বুড়ী চুপ করিয়া রহিল ; তারপর বলিল,-“আচ্ছা নেয়ে খেয়ে নে, তারপর সব প’বি ।” বলতে সয় না, সুখু দুড় দাড় করিয়া এঘর থেকে” সকবার ভাল গামছা খানা, ওঘর থেকে” সকবার ভাল শাড়ী খানা, সুবাস তেলের হাড়ী চন্দনের বাটি যত কিছু নিয়া ঘাটে গেল ! সাতবার করিয়া তেল মাখে, সাতবার করিয়া মাথা ঘাসে, ফিরিয়া ফিরিয়া চায়,-সাতবার করিয়া আরুশী ধরিয়া মুখ দেখে, --তবু সুখুর মনের মত হয় না । তিন প্রহর ধরিয়া এই রকম করিয়া শেষে সুখু জলে নামিল । ra এক ডুবে সৌন্দৰ্য্য ! এক ডুবে গহনা!—আঃ! —আর § ఫిలిపి