ー5TR、マ了tRー ※ Š শুনিয়া ব্ৰাহ্মণী অবাক!-“আহা, আহা, সত্যি কি, সত্যি কি ?” ব্ৰাহ্মণী মনের আনন্দে ছুটে” গিয়ে যত পাড়ার লোকের কাছে কয়,- “বামুন। এল বিদ্বেন্ত শিখে, যেমন বিদ্যে নয়!” পাড়ার লোকে আশ্চৰ্য্য!--আসিয়া দেখে মেলাই পুথি খুলে।” বামুন ঘন টিকি সাড়ে, হং লং বং চং লম্ব বচন বাড়ে - সে সব কি যে সে বোঝে ? সকলের চমক লাগিয়া গেল ! দেখতে দেখতে সারা গাঁয়ে রাষ্ট হ’ল ষে, চমৎকার বিদ্বেন্ত বামুন শিখে’ এসেছে। (8) খুব জাকে দিন যায়। এর হাত গণেন, ওর চুরি গণেন, দেশে দেশে ব্ৰাহ্মণের বিদ্যার নামে জয় জয় উঠিল । একদিন, মতি ধোপার গাধা হারাইয়াছে। --মতি ব্ৰাহ্মণের দুয়ারে আসিয়া ধৰ্ণা দিল “বলে দাও দেবতা।. আমার উপায় হবে কি গোসবে ধন হারিয়েছি খোঁড়া গাধাটি গো!” ব্ৰাহ্মণ বলিলেন,- f “চুপ থাক—এখন আমি চণ্ডীপূজো করে C তবে এসে বলব, বসে’ থাকুগেওই দোরে।” Sš S8o না খাইয়া না দাইয়া মতি দুতয়ারে পড়িয়া রহিল । 浚
পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।