পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি দেখেন, বাটিতে একটু তলানী পড়িয়া আছে! তিনি তাহাই খাইলেন। ছোটরাণীর জন্য আর কিছুই রহিল না। মাছ কোটা হইলে, ছোটরাণী উঠিলেন। পথে না-রাণীর সঙ্গে দেখা হইল। ন-রাণী বলিলেন,-“ও অভাগি ! তুই তো শিকড়বাটা খাইলি না ? —যা, যা, শীগৃগীর যা৷” ছোটরাণী আকুলিব্যাকুলি করিয়া ছুটিয়া আসিলেন ; আসিয়া দেখিলেন, শিকড়বাটা একটুকুও নাই। দেখিয়া, ছোটরাণী, আছাড় খাইয়া মাটিতে পড়িলেন। [ছোট রাণী আছাড় খাইয়া মাটিতে পড়িলেন।] C তখন, পাঁচ রাণীরা এর দোষ ও দেয় , ও-র দোষ এ দেয় ; এই রকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগিলেন । 该 VeS