পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-5JfR KR দিনের মতন দিন গেল, রাত এল, এক ঘরে, বামুণের ঠাই, ঘটি ঘটি জল খায় বামুণ করে আই ঢাই— “হায় মাগো জগদম্বা, বিপাকে ফেলিলি ছায়ে পোয়ে সর্বনাশ, প্ৰাণে ধনে নিলি । কি করি উপর মাগো, কি করি উপায়,- জগদম্বা ! এই তোর মনে ছিল হায় !” রাজবাড়ীর জগা মালিনী, জগদম্বা নাম,-- সেইখান দিয়া যাচ্ছিল,— থপা ক’রে থামে জগা-ধুকু ধুকু প্ৰাণ। আর কখ, আর বাৰ্ত্তা,-“দোহাই ঠাকুর, দোহাই বাবা - যা” বল বাবা তাই করি।--রাজার কাছে যেন আমার নামটি ক’রো না।” জগা ছুটিয়া গিয়া বামুণের দুই পা সাপটিয়া পড়িল। বামুণ চমৎকার!-“এ আবার কি !—কে তুমি, কে তুমি ? —আমি কি করেছি-আমাকে কেন ?” “না। বাবা ঠাকুর, তুমি সব জেনেছ, আমি আর এমন কৰ্ম্ম করব না। ;-দোহাই বাবা, আমাকে রক্ষা কর, লোভে পড়ে। আমি রাজকন্যার হার নিয়েছিলাম !--দোহাই বাবা, পায়ে তোর পড়ি বাবা ”- ൾ তখন বুঝিলা ব্ৰাহ্মণ, কি ক’রে কি হ’ল- tŞ°प्रश्। नtय డా জগা ধরা দিল ! s S87