-5ytー、マytRー ※ S পেট ভরিয়া দুধ খাইয়া দেড় আঙ্গুলে’ বলিল, “মা, এখন নামিয়ে দে, বাবাকে নিয়ে আসি ৷” (७) বাবা কোনূ রাজ্যে কোথায় গেছে, তুরতুর করিয়া cन' আঙ্গুলে’ পথ ঘাট ছাড়ায়। পিপড়ে আসে, গুবরে আসে, ফড়িং যায়-দেড় আঙ্গুলে’র সঙ্গে কেউ পারে না ; দেড় আঙ্গুলে’ হাঁটং হটিং করিয়া হঁটে, ফটিং ফটিং করিয়া নাচে। হঁটিতে হঁটিতে, নাচিতে নাচিতে এক রাজার বাড়ীর কাছে গিয়া দেড় আঙ্গুলে’ দেখে, ঠা ঠা রৌদ্রে মাথার ঘাম পায়ে, তা’র বাবা, কাঠ কাটিতেছে। দেড় আঙ্গুলে’ বলিল,-“বাবা, আমায় ফেলে এলি কেন ?- [ • বাড়ী চলা-মা কত কঁাদছে।” কাঠুরে’। অবাক!—ছেলে তো সামান্য নয় -বুকে তুলিয়া চুমা খাইয়া বলিল,-“বাপ আমার সোণা, কি ক’রে যাই, রাজার কাছে আপনা বেচোছি।” দেড় আঙ্গুলে’ রাজার কাছে গেল । “রাজা মশাই, রাজা মশাই, রাজ-রাজ্যের কাঠ কাটে কে ?” রাজ্য—“কে রে তুই ঐ-কাঠ কাটে অচিন দেশের সঙ, নচিল কাঠুরে’ T წ. ’ দেড় আঙ্গুলো”—“কাঠুরোটি কোথায় থাকে ? कॉँट्रॅ८ब्र}ि फ्रां७ नो८भाटक ?” S 一浚 SG8
পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।