পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি 多 NIK 1 রাজা—“নিয়ে এল। হাঁটুরে’, কড়ি দিয়ে কিনলাম কাঠুরে’— ব্যাটা বড় মস্তকী, সেই কাঠুরে’ তোরে দি ” দেড় আঙ্গুলে’ বলিল,-“তবে কি ?” রাজা-“নিয়ে এসে কড়ি, তবে আসিস রাজ-রাজড়ার পুরী।” শুনিয়া, দেড় আঙ্গুলে’ গিয়া বলিল,-“বাবা, তুমি কিছু ভেবো না, আমি দেখি, কড়ি আনতে চল্লাম।” ( & ) ভাটার মতন ছােটে, কুতুব্ধ কুতুব্ধ হঁটে,—একখানে আসিয়া দেড় আঙ্গুলে’ দেখিল, এক খাল। কেমন করিয়া পার হইবে ? বসিয়া বসিয়া দেড় আঙ্গুলে’ ভাবিতে লাগিল । পিছনে টিকিতে ইয়া এক টান – “হেই দেড় আঙ্গুলে’ মানুষ তিন আঙ্গুলে’ টিকি ! তুই কে রে?” টিকির টানে চিৎপটাঙ, তিন গড়াগড়ি দিয়া উঠিয়া চটিয়া মটিয়া দেড় আঙ্গুন্সে’ বলিল,— “আমি যে হই সে হই, তুই বেটা কে রে?” ব্যাঙ বলিল,-“ৰ্যাঙ রাজার রাজপুত্তর রঙ সুন্দর ব্যাঙ, ।” দেড় আঙ্গুলে’ বলিল,-“তোর নাক কাটিব। কাণ কাটিব, কাটৰো দুটো ঠ্যাং।” | ব্যাঙ, “হাে হাে” করিয়া হাসিয়া ফেলিল,— “টিং টিঙা টিং টিঙা ! কাটবি কি তুই বিঙা। নাকিও নাই, কাগও নাই, ঘ্যাঙর ঘ্যাঙ্গ, ঘিঙা৷ ” SS 浚 R? R