ー5JiR エtRー 浚 হাসিতে হাসিতে পেট ফাটে, হাসিতে হাসিতে গলিয়া পড়ে, নামিয়া আসিয়া দেড় আঙ্গুলে’ বলিল,-“কামার ভাই, কামার ভাই ; ডরিও না, তোমার সঙ্গে মিতালী !” মিতালী আর ফিতালী,—আড়াই আঙ্গুলে’ খুব রাগিয়া গিয়াছে বলিল,-“কে রে তুই ? ঘরে যে উঠিয়াছিস্, কড়ি এনেছিস্ ?” ও বাবা ! সকলেই কড়ি!-“সে কি ভাই, কড়াকড়ি আবার কিসের ?” “আমার ঘরে উঠলেই কড়ি ?” “তবে ভাই টিকি খুলিয়া দাও, আমি যাই!” আড়াই আঙ্গুলে’ টিকি খুলিতে খুলিতে টিকির এক চুল ছিড়িয়া গেল। চোক রক্ত করিয়া তখন দেড় আঙ্গুলো বলিল,-“এইও বুড়ো ! আমার টিকি ছিড়লি যে !—এইবার কড়ি ফ্যাল।” কামাড় বুড়ো ভ্যাবাচ্যাকা; বলিল,-“আঁ্যা-আঁ্যা-তা' ভাই, কড়ির বদলে কি নিবে নাও।” তখন দেড় আঙ্গুলে৷ কড়ির বদলে কুডুলটি চাহিয়া, বলিল, -“আজ থেকে তোমায় আমায় মিতালী ।” কুডুল আনিলে ব্যাঙ বলিল,—“ভাই দেড় আঙ্গুলে’, আমি ব্যাঙ রাজার ব্যাঙ রাজপুত্র, এক কুণো ব্যাঙী, বিয়ে করেছিলাম, তাই বাবা আমাকে বনবাস দিলেন । আমার কুণ্যেরাণী 3. ভেরেণ্ডা গাছে লাউয়ের খোলসের মধ্যে;-তার সঙ্গে "আর কিছুই নাই, কেবল এক ঘাসের চাপাটী আর এক সাতনলা আছে। তুমি ভাই গাছটা কাটিয়া আমার কুণোরাণীকে পাড়িয়া দাও।” Sabre
পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।