※ 一5R-URー NIK ব্যাঙ বলিল,-“ভাই, ভাই, আমার কাণা কড়িটি নাও । এইটি দিয়ে তোমার ব্যাপকে কিনিয়া নিও।” কুণোরাণী বলিল,—“রাজার জামাই দেড় আঙ্গুলে’, আমার এই থুথুটুকু নাও, রাজার কােণ রাজকন্যা-ইহাই নিয়া রাজকন্যার কাণা চোখ ফুটাইও !” সাতনলা আর খোলসটি বলিল,- “রাজার জামাই দেড় আঙ্গুলে’ সাবাস সিপাহি! মোদের নাও সাথে করে? পাৰে। রাজার কি।” সব নিয়ে দেড় আঙ্গুলে’ বলিল,-“এখন ভাই আসি ?” ( ( ) আবার হটিং হটিং, আবার ফটিং ফটিং ; রাজার কাছে গিয়া দেড় আঙ্গুলে’ হাঁক ছাড়িল,— “রাজা মশাই, রাজা মশাই, কড়ি গুণে’ নাও, আপন কড়ি বুঝি পড়ি ; কাঠুরেট দাও।” রাজা কড়ি গুণে, বুঝে নিয়ে,-টিকিতে তিন টান, দুই গালে দুই চাপড়, দেড় আঙ্গুলে’কে খেদাইয়া দিলেন,- “তের নদীর পারে আছে সাত চোরের থানা, তাPরি কাছে দিব বিয়ে রাজকন্যা কাণ । সেই চোরদিগে আগে নিয়ে এসে, কথা ক’ ?” । দেড় আঙ্গুলে’ আবার ব্যাঙের কাছে গেল,- Ae|| “রঙ সুন্দর রাজপুত্তর কোখায় আছে ভাই! উঃ ८ङझ ब्माको °itद्र झंद, দুটো কড়ি চাই।” Х ※ SVuo
পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।