পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

浚 ঠাকুরমা’র ঝুলি S ব্যাঙের তখন মেলাই কড়ি ; বলিতে না বলিতে ব্যাঙ, কড়ি আনিয়া দিল। দুই কড়ির এক কড়ি দিয়া দেড় আঙ্গুলে’ তের নদী পার হইয়া কোথায় সাত চোর, তাদের খোজে চলিতে লাগিল ! সারাদিন খুঁজিয়া পাইল না,-অনেক দূরে এক উইয়ের ঢিপির কাছে গিয়া সন্ধ্যা। সারাটি দিন খায় নাই, আজো বাবাকে পায় নাই ; গা অলস, মন অবশ্য, উইয়ের ঢিপির তলে কুডুল শিয়রে দিয়া দেড় আঙ্গুলে? শুইতে শুইতেই ঘুমাইয়া পড়িল । অনেক রাত্রে, সাত চোর তো নয়,-সাড়ে সাত চোর সেইখান দিয়া চুরি করিতে যায়। অন্ধকারে কিছু দেখে না, সাড়ে সাত চোরের আধখানা-চোর ছোট-চোরের পা দেড় আঙ্গুলে’র ঘাড়ে পড়িল ; ধড়মড় উঠিয়া দেড় আঙ্গুলো চোরের পায়ে কুডুলের এক কোপ —“কে রে ব্যাটা নিমকাণা, চলেন তিনি পািখ দেখেন না। ” ছোট চোর হাউ হাউ করিয়া চেচাইয়া তিন লাফে সরিয়া গেল ; সকল চোর অবাক-জন নাই প্ৰাণী নাই, মাটির নীচে কথা ! “দোহাই বাবা দৈত্য দানা, ঘাট হয়েছে, আর হবে না ।” শুনিয়া দেড় আঙ্গুলে’ বড় খুন্সী হইল, বলিল,-“যাক ভাই, যাক্‌ ভাই,-—তা ভাই, তোরা কে রে?” ܐܓܝܘ “সাত চোর সাত চোর বলে, আমরা সাড়ে সাত চৌর্যমাটি ফুড়ে কখা কও, * - তুমি তো। ༄༅ই কম নও, t তুমি ভাই কে ?” কািট كلية ܠܓ 浚 V s