পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

※ š ছোটরাণী আর না-রাণীর কথা, রাজপুত্রেরা কি-না জানিতেন না, একজন সিপাই ছিল, সে বলিল,-“হইবে না কেন ? আমাদের দুই রাণী ছিলেন, তঁাহাদের পেটে পেচা আর বানর হইয়াছিল। রাজা সেইজন্য তাহাদিগে খেদাইয়া দেন। ইহারাই সেই পেঁচা পুত্র আর বানর পুত্ৰ ।” শুনিয়া রাজপুত্রেরা “ছি, ছি!” করিয়া উঠিলেন। তখনি খাঁচার উপর লাথি মারিয়া, রাজপুত্রের সিপাই-লস্করকে বলিলেন- “এই দুইটাকে খেদাইয়া দাও।” বলিয়া রাজার ছেলেরা পক্ষিীরাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেলেন। ভূতুম, আর বুদ্ধ জানিল, তাহারাও রাজার ছেলে। ভূতুমের মা বাদী নয়, বুদ্ধর মা দাসী নয়। তখন বুদ্ধ বলিল,—“দাদা, চল। আমরা বাবার কাছে যাইব ।” ভূতুম বলিল,—“চল।” ( . ) (সাণার খাটে গা, রূপার খাটে পা রাখিয়া, রাজপুরীর মধ্যে, পাচ রাণীতে বসিয়া সিাথিপাটি করিতেছিলেন। এক দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে, শুকপঙ্খী নৌকা আসিয়াছে, র্তাহার রূপার বৈঠা, হীরার হা’’ল। নায়ের মধ্যে মেঘ-বরণ চুল কুঁচ-বরণ কন্যা বসিয়া সোণার শুকের সঙ্গে কথা কহিতেছে। অমনি নদীর ঘাটে পাহারা বসিল; রাণীরা উঠেন-কি-পড়েন, কে আগে কে পাছে, শুকপখী নায়ে কুঁচ-বরণ কন্যা দেখিতে চলিলেন । وار)