পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

— দুধের সাগর Š রাণীরা সকলে বলিলেন“কোন দেশের রাজকন্যা কোন দেশে ঘর ? সোণার চাদ ছেলে আমার তো-মা'র বর ” তখন শুকপঙ্খী আরও অনেক দূর চলিয়া গিয়াছে ; কুঁচ-বরণ কন্যা উত্তর করিলেন,- “কলাবতী রাজকন্যা মেঘ-বরণ কেশ, তোমার পুত্ৰ পাঠাইও কলাবতীর দেশ। আন্মতে পারে মৌতির ফুল ঢো-ল-ডগর, সেই পুত্রের বঁাদী হ’য়ে আসূব তোমার ঘর।” শুকপঙ্খী আর দেখা গেল না। রাণীরা আমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন । ছেলেরা পক্ষিীরাজ ছুটাইয়া বাড়ীতে আসিল । রাজা সকল কথা শুনিয়া ময়ুরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া, রাজা, রাজসভায় দরবার করিতে গেলেন। ( Vb ) মণ্ড দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন। ভূতুম, আর বুদ্ধ, গিয়া সেইখানে উপস্থিত হইল। দুয়ারী জিজ্ঞাসা করিল,-“তোমরা কে ?” e বুদ্ধ বলিল,-“বানররাজপুত্র।” ভূতুম বলিল,-“পেঁচারাজপুত্র।” দুয়ারী দুয়ার ছাডিয়া দিল। ** vSv 浚